লোহার গ্যাস সিলিন্ডারের দিন শেষ করে দিতে চলেছেন মোদি! ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (Cooking Gas) নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি ব্যাক টু ব্যাক নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস নিয়ে প্রথম বড় সিদ্ধান্ত হল ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা। এরপরই তেল সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস কানেকশন রয়েছে যে সকল গ্রাহকদের তাদের প্রত্যেকের আধার সংযুক্তিকরণ যাচাইয়ের জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের পরই আবার একটি নতুন সিদ্ধান্তের বিষয় সামনে এলো।

নতুন যে সিদ্ধান্তের বিষয়টি সামনে এসেছে তা হল, মোদি সরকার লোহার রান্নার গ্যাস সিলিন্ডার তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে। এই বিষয়ে অফিসিয়ালি কোন নির্দেশিকা প্রকাশ্যে না এলেও রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। নির্দেশিকা অনুযায়ী এবার যারা নতুন গ্যাস কানেকশন নেবেন তাদের বাধ্যতামূলকভাবে নিতে হবে কম্পোজিট সিলিন্ডার। তাদের আর লোহার সিলিন্ডার দেওয়া হবে না।

এছাড়াও যে সকল গ্রাহকদের কানেকশনের সঙ্গে একটি সিলিন্ডার রয়েছে তারাও যদি দ্বিতীয় সিলিন্ডার নিতে চান তাহলেও তাদের কম্পোজিট সিলিন্ডার বাধ্যতামূলকভাবে নিতে হবে। কম্পোজিট সিলিন্ডার প্রসঙ্গে যে নির্দেশিকার বিষয়টি এখন সামনে আসছে তাতে মনে করা হচ্ছে, আগামী দিনে কেন্দ্র সরকার লোহার গ্যাস সিলিন্ডার তুলে দেওয়ার পথেই হাঁটতে চলেছে।

লোহার গ্যাস সিলিন্ডারের পরিবর্তে কম্পোজিট গ্যাস সিলিন্ডারে অনেক সুবিধা রয়েছে তা অনস্বীকার্য। সবচেয়ে বড় বিষয় হলো, কম্পোজিট গ্যাস সিলিন্ডারে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কখনোই পাওয়া যায় না লোহার গ্যাস সিলিন্ডারে। এছাড়াও কম্পোজিট গ্যাস সিলিন্ডার ওজনে হালকা হওয়ার কারণে বাড়ির মহিলারা চাইলে নিজেরাই সিলিন্ডার লাগানো এবং খোলার কাজ করতে পারবেন।

তবে সমস্যা রয়েছে অন্য জায়গায়। সেই সমস্যা হলো টাকার ক্ষেত্রে। কেননা কম্পোজিট গ্যাস সিলিন্ডার বাধ্যতামূলকভাবে দেওয়া হলে গ্রাহকদের কানেকশন নেওয়ার সময় খরচ অনেকটাই বেড়ে যাবে। এমনিতে সিঙ্গেল সিলিন্ডারের কানেকশন নিতে যেখানে ২২০০ টাকা খরচ হয় সেখানে কম্পোজিট গ্যাস সিলিন্ডার দেওয়া হলে খরচ বেড়ে দাঁড়াবে তিন হাজার টাকা। অর্থাৎ সিলিন্ডার পিছু খরচ বাড়ছে ৮০০ টাকা। কেউ যদি দুটি সিলিন্ডার নিতে চান তাহলে তাকে বাড়তি ১৬০০ টাকা খরচ করতে হবে।