সামনে এলো ডিসেম্বর মাসের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই কেন্দ্রীয় তেল প্রস্তুতকারী সংস্থা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে। সেই দাম মাসের প্রথম দিনে প্রকাশ করা হয়। সেই মত ডিসেম্বর মাসের প্রথম দিনেই সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রকাশ করা হলো। চলুন দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে গৃহস্থালির পকেট থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য কত টাকা করে খসতে চলেছে।

বর্তমান অগ্নিমূল্য বাজার অত্যাবশ্যকীয় আলু, পেঁয়াজ এবং অন্যান্য শাক সবজির দাম আকাশছোঁয়া। এমত অবস্থায় মধ্যবিত্ত পরিবারগুলির ‘নুন আনতে পান্তা ফুরায়’ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। খরচ দিন দিন বাড়ছে, অথচ আয় প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। এরপর রয়েছে কোভিড পরিস্থিতি। এই পরিস্থিতিতে জীবনযাপনের জন্য মানুষ ঝুঁকি নিয়েই নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আর অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি ডিসেম্বর মাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেলো।

IOC-র তরফ থেকে ডিসেম্বর মাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের যে দাম প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসে কলকাতার গ্রাহকদের ১৪ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি খরচ করতে হবে ৬৭০.৫০ টাকা। নভেম্বর মাসে একই ওজনের সিলিন্ডারের জন্য খরচ হয়েছে ৬২০.৫০ টাকা।

তবে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রকাশ করা হলেও জানানো হয়নি চলতি মাসে যে সকল গ্রাহকরা রান্নার সিলিন্ডার কিনবেন তারা ভর্তুকি হিসাবে কত টাকা করে পাবেন। যে কারণে ভর্তুকিহীন ১৪ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও ভর্তুকির পরিমাণ দেখেই বোঝা যাবে যে গৃহস্থালির পকেট থেকে কতটা কম বা বেশি খসতে চলেছে।