স্বস্তি, ১১৩ টাকা কমলো গ্যাসের দাম, রইলো সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই দেখা যায় মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি হবে জড়িত রান্নার গ্যাসের দামে বদল আসতে। গত কয়েক মাস ধরে গৃহস্থালিদের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন না এলেও ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আনা হচ্ছে।

Advertisements

গৃহস্থালীদের ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলে যেমন গৃহস্থালিরা স্বস্তি পান, ঠিক তেমনি বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কমলে স্বস্তি পায় রেস্তোরাঁ, হোটেল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি। এছাড়াও এগুলির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত গ্রাহকরাও তুলনামূলক কম খরচে সামগ্রী পাওয়ার সুযোগ পান।

Advertisements

নভেম্বর মাসের ১ তারিখ রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ১৯ কেজি ওজনের সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগের তুলনায় অনেক কমানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১১৩ টাকা। দেশের অন্যান্য শহরেও এই বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১১৫ টাকা পর্যন্ত কমেছে।

Advertisements

দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগে ছিল ১৮৫৯ টাকা, মঙ্গলবার থেকে দাম হল ১৭৪৪ টাকা। কলকাতায় সিলিন্ডার প্রতি দাম ছিল ১৯৫৯ টাকা, এখন সিলিন্ডার প্রতি দাম হলো ১৮৪৬ টাকা। মুম্বাইয়ে সিলিন্ডার প্রতি দাম ছিল ১৮১১.৫০ টাকা, এখন দাম হল ১৬৯৬ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ২০০৯.৫০ টাকা, এখন দাম হল ১৮৯৩ টাকা।

তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম স্থানবিশেষে ১১৫ টাকা পর্যন্ত কমলেও নভেম্বর মাসের ১ তারিখে গৃহস্থালিদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন আনা হয়নি। গত কয়েক মাস ধরেই একই রাখা হয়েছে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

Advertisements