জুন মাসে রান্নার গ্যাসের দাম কত পড়বে, রইলো জেলাভিত্তিক তালিকা

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের কারণে যখন দেশের অধিকাংশ রাজ্য লকডাউন, কার্ফু অথবা কড়া বিধি নিষেধ জারি করেছে, যখন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত দিনমজুর পরিবারগুলির আর্থিক সংকট দেখা দিয়েছে ঠিক সেই সময় এই পরিস্থিতিকে আরও নাভিশ্বাস করে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। এরপর আবার রয়েছে রান্নার গ্যাসের দাম। যে কারণে মাসের শুরুতেই চলুন দেখে নেওয়া যাক আপনার জেলায় আপনাকে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য চলতি মাসে কত টাকা খরচ করতে হবে।

প্রতি মাসের শুরুতে অথবা দিন দুয়েকের মধ্যেই রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। আর সেই মতো জুন মাসের শুরুতে এই রান্নার গ্যাস সরবরাহ সংস্থাগুলি তাদের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম প্রকাশ করেছে। তবে প্রকাশ করা তালিকা থেকে জানা যাচ্ছে, জুন মাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কত পড়বে।

১৪.২ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

বাঁকুড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৪৭.৫০ টাকা।

বীরভূমে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫৮.৫০ টাকা।

আলিপুরদুয়ারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৬২.৫০ টাকা।

কোচবিহারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০৭.৫০ টাকা।

দক্ষিণ দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০৭.৫০ টাকা।

দার্জিলিংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৬২.৫০ টাকা।

হুগলিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫৮.৫০ টাকা।

হাওড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৩৭ টাকা।

জলপাইগুড়িতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৬২.৫০ টাকা।

ঝাড়গ্রামে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮২৮ টাকা।

কালিম্পংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৬৫ টাকা।

কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৩৫.৫০ টাকা।

মালদায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০৬.৫০ টাকা।

মুর্শিদাবাদে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫৩ টাকা।

নদীয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৩৬ টাকা।

উত্তর ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৩৫.৫০ টাকা।

পশ্চিম বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৪৯ টাকা।

পশ্চিম মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮২৮ টাকা।

পূর্ব বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৪৯ টাকা।

পুরুলিয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৬৪.৫০ টাকা।

দক্ষিণ ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৩৫.৫০ টাকা।

উত্তর দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০৭.৫০ টাকা।