Maa Kali in Burdwan: দীপাবলীর আগে পূর্ব বর্ধমানে পুকুরের জল থেকে উঠে এলো স্বয়ং মা কালী

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Maa Kali in Burdwan: অক্টোবর মাসটা জুড়ে চলছে উৎসব আর উৎসব। মাসের শুরুতেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল আপামর বাঙালীরা। আবার অক্টোবরের শেষের দিকে আলোক ঝলমল রঙিন উৎসব দীপাবলিতে রাঙাতে চলেছে সকল বাঙালী প্রাণ। তবে তার মধ্যেই ঘটলো এক অদ্ভুত ঘটনা, যা শুনলে শিউরে উঠবেন আপনিও। সামনে দীপাবলি অমাবস্যা তিথিতে পূজিত হবেন কালীমা। আর সেই কালীমাকে (Maa Kali in Burdwan) নিয়ে একটি অলৌকিক ঘটনা ঘটে গেল কাটোয়ার গোয়াই গ্রামে।

Advertisements

যদিও শহরতলীতে পুকুরের স্নান করাটা প্রায় অতীত হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত জীবনে আমোদপ্রমোদ সবকিছুই সীমাবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। তার থেকেও বড় কথা প্রাকৃতিক সংযোগ হারাচ্ছে টেলিভিশন, ফোন ইত্যাদি যন্ত্রের চাপে। তবে পূর্ব বর্ধমানের কাটোয়া গোয়াই গ্রামে এখনো পুকুরের স্নান করা প্রচলন রয়েছে। আর এই পুকুরে স্নান করতে গিয়েই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলেন গ্রামেরই এক মহিলা। তাও ঘটনাটি ঠিক দীপাবলীর আগে স্বয়ং মা কালীর (Maa Kali in Burdwan) সঙ্গে সম্পর্কিত।

Advertisements

আরো পড়ুন: ভারত ছাড়াও এই ৮টি দেশে ধুমধাম করে পালিত হয় দীপাবলী

পূর্ব বর্ধমানের কাটোয়ার গোয়াই গ্রামে ঋতু মাঝি নামে এক মহিলা গত সোমবার অর্থাৎ ২৮শে অক্টোবর দুপুরে গ্রামেরই পুকুরে স্নান করতে যান। প্রতিদিনের মতো সেদিনও তিনি পুকুরে নামেন। কিন্তু নামার পরেই তার কোন একটি জিনিসকে স্পর্শ করেন যেন। এরপল তার হাতেই উঠে আসে স্বয়ং মা কালী, তাও আবার ৭ ইঞ্চির। মূর্তিটি পাওয়ার সাথে সাথে তিনি ভেবেছিলেন মা কালীর এই মূর্তিটি সোনার। তবে পুলিশ এসে সমস্ত ঘটনাটির তদন্ত করে প্রমাণ করেন যে এটি পিতলের মা কালীর মূর্তি।

Advertisements

আরো পড়ুন: জাগ্রত মা কালির গায়ের রঙ সবুজ, মানত করলেই ইচ্ছেপূরণ ১০০%

ঘটনাটি ঘটার সাথে সাথে সারা গ্রামবাসী জড়ো হয়ে যায় মা কালীর এই মূর্তি দেখার জন্য। সত্যি সামনেই দীপাবলী এবং দীপাবলীর ঠিক আগে স্বয়ং মা কালী যেন ধরা দিয়েছেন গ্রামের এই মহিলার হাতে। ঋতু মাঝির মুখ থেকেও শোনা যায় অদ্ভুত কথা। তিনি নাকি স্বপ্নে মা কালীকে দেখেছিলেন। মা কালী তার বাড়িতে বিরাজমান হতে চেয়েছিলেন। কিন্তু মা কালীর এই দাবি প্রত্যাখ্যান করেন তিনি। আর হয়তো সেই জন্যই মা নিজে এসেই ধরা দিলেন দীপাবলীর আগে।

পুকুরে স্নানে নামতেই তার পায়ের কি একটা অদ্ভুত জিনিস বাঁধে, আর তা হাত দিয়ে তুলে দেখেন মা কালীর মূর্তি। তারপর তিনি আশেপাশের লোকজন ডেকে সেই মূর্তিটি দেখান। আপাতত মা কালীর এই মূর্তিকে কাছেরই এক মন্দিরে রেখে আসা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে গ্রামবাসীর ভিড় সামলান। তবে মা কালীর পুজোর আগেই বর্ধমানে স্বয়ং মা কালী (Maa Kali in Burdwan) এসে ধরার দেওয়ার এই ঘটনাটি সত্যিই অলৌকিক।

Advertisements