নিজস্ব প্রতিবেদন : বঙ্গ রাজনীতিতে যে সকল নেতা অথবা বিধায়ক রয়েছেন তাদের মধ্যে একেবারে আলাদা হলেন মদন মিত্র। চোখে রোদ চশমা আর ‘ওহ লাভলি’ ডায়লগের কথা মনে পড়লেই যার কথা প্রথমেই মনে পড়ে তিনি হলেন এই মদন মিত্র। এমনকি এসব নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও একাধিকবার কথা শুনেছেন আবার ভালবাসাও পেয়েছেন। তবে তিনি সব সময় থাকেন বিন্দাস ভাবেই।
‘হামি’-এর সাফল্যের পর ‘হামি-২’ নিয়ে হাজির। সদ্য নাতির সঙ্গে জুটি বেঁধে ‘নো চাপ’ গানে মেতে উঠেছেন মদন মিত্র এবং তার নাতি। সেখানে নাতির সঙ্গে চুটিয়ে নাচতে গাইতে দেখা গিয়েছে তাকে। তবে এই গানে বারবার তাকে টেক্কা দিতে দেখা যায় খোদ তার নাতিকে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ছবি ‘হামি ২’-এর নতুন গান, ‘নো চাপ’ মুক্তি পেয়েছে গত রবিবার। সেই গানের অংশ নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন বিধায়ক মদন মিত্র। অনিন্দ্য চট্টোপাধ্যায় এই গান লিখেছেন এবং কম্পজ করেছেন। গানটি গেয়েছেন ইশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল, শর্মিষ্ঠা দেবনাথ সহ আরও বেশ কিছু শিশুশিল্পী। সম্পূর্ণ পারিবারিক এবং ছোটদের কথা মাথায় রেখে এই ছবি তৈরি করা হয়েছে।
এই গানের তালেই মদন মিত্রের নাতিকে দেখা যায় মেতে উঠতে। তবে শুধু মদন মিত্রের নাতি নয়, পাশাপাশি পাল্লা দিয়ে মেতে উঠতে দেখা যায় মদন মিত্রকেও। মদন মিত্র এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময় লিখেছেন, ‘চাপ নিয়ে আর নেই কোনও লাভ, তাই চলো সবাই মিলে বলে উঠি ‘নো চাপ’… ও লাভলি। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও উইনডোজকে হামির জন্য অনেক শুভেচ্ছা।’
হামি ছবির সফলতার পর এর যে দ্বিতীয় ভাগের গল্প একেবারে নতুন পরিবার নতুন গল্পে ভরা। এই ছবিতে মুখ্য অভিনেতা অভিনেত্রী হিসাবে অভিনয় করেছেন শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরী। বড়দিনের মরশুমে দর্শকদের হাসাতে আসছেন লাল্টু ও মিতালী জুটি।