Free smartphone for WB Students: দ্বাদশ নয়, এবার মাধ্যমিক পাশ করলেই স্মার্টফোন দেবে রাজ্য, তবে মানতে হবে এই শর্ত

নিজস্ব প্রতিবেদন : স্কুল পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন বা ট্যাব দেওয়ার রীতি ২০২০ সালে চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই সময় দেশজুড়ে আছড়ে পড়েছিল কোভিড অতিমারি। স্কুল, কলেজ সহ অন্যান্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল করোনা অতিমারির কারণে। সেই সময় যাতে পড়ুয়ারা অনলাইনে পড়াশোনা করতে পারেন তার জন্য বিনামূল্যে এমন স্মার্টফোন (Free smartphone for WB Students) দেওয়ার রীতি চালু হয়েছিল।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে এমন স্মার্টফোন দেওয়ার রীতি চালু করা হয়েছিল মূলত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য। তবে এবার এই রীতিতে পরিবর্তন আনলো সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। যে অন্তবর্তী বাজেটে বিভিন্ন প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদেরও বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হলো। তবে এর জন্য মানতে হবে একটি শর্ত।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার যে অন্তবর্তী বাজেট পেশ করা হয় তাতে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ভাতা ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করার ঘোষণা করা হয়। এছাড়াও সরকারি কর্মচারীদের নতুন করে ৪ শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা করা হয়। পাশাপাশি কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পে অনুদানের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদেরও এবার স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হলো।

আরও পড়ুন 👉 Railway Recruitment New Rules: রেলের চাকরির নিয়মে বদল! এবার আরও সুবিধা পাবেন চাকরি প্রার্থীরা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের স্মার্টফোন দেওয়ার ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, মাধ্যমিক পাশ করার পর সেই সকল পড়ুয়ারা রাজ্য সরকারের থেকে বিনামূল্যে স্মার্টফোন পাবে যারা স্কুলে ভর্তি হবে। অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিক পাশ করলেই হবে না, মাধ্যমিক পাশ করার পাশাপাশি পড়াশোনার জন্য একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে।

বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণী পাশ করার পর দ্বাদশ শ্রেণীতে ওঠে তাদের স্মার্টফোনের জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়। স্কুলের মাধ্যমে পড়ুয়াদের আবেদন গ্রহণ করা হয় এবং সেই আবেদন পাঠিয়ে দেওয়া হয় রাজ্যের কাছে। তারপর সরাসরি স্মার্টফোনের জন্য ১০ হাজার টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এর জন্য পড়ুয়াদের আবশ্যিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয়। একইভাবে এবার মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি হলেই স্মার্টফোনের দরুণ টাকা পাওয়া যাবে।