মহালয়ায় চ্যানেলে চ্যানেলে চলবে জোর টক্কর, দশভূজা রূপে কোথায় কোন অভিনেত্রী

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাত পোহালেই মহালয়া। দেবিপক্ষের আগমন কেবলমাত্র সময়ের অপেক্ষা। এরই মধ্যে বিভিন্ন চ্যানেলে মহালয়া দেখানোর জন্য শুরু হয়ে গিয়েছে তাদের মহালয়ার প্রোমো। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শোনার পাশাপাশি প্রতিবছরের মত এই বছরও চোখ থাকবে টেলিভিশনের পর্দায়।

Advertisements

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় চ্যানেলগুলি মহিষাসুরমর্দিনী কাহিনী শোনানোর জন্য তৎপরতা শুরু করেছে। জি বাংলা, স্টার জলসা এবং কালার্স বাংলা টলিপাড়ার কোন জনপ্রিয় মুখকে এবারের তাদের দশভূজা রূপে তুলে ধরতে চলেছেন? চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই সেই সকল জনপ্রিয় মুখের নাম জানানো হয়েছে।

Advertisements

এবার প্রথমবার ছোটপর্দায় দশভূজা রূপে আসতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমবার তিনি দুর্গা রূপে ফুটে উঠবেন পর্দায়। তাকে দশভূজা রূপে দেখা যাবে রবিবার অর্থাৎ মহালয়ার ভোর পাঁচটায় কালার্স বাংলা চ্যানেলে।

Advertisements

গত বছর দেবী দুর্গা রূপে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। গত বছরের মতো এই বছরও তিনি দেবী দুর্গা রূপে ফুটে উঠবেন জি বাংলার পর্দায়। এবার মহালয়ার ভোরের এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। রবিবার ভোর পাঁচটায় টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে এই মহালয়া। এই অনুষ্ঠানে টলিপাড়ার বহু চেনা মুখ দেখা যাবে।

স্টার জলসায় এবার মহিষাসুরমর্দিনী রূপে মহালয়া পরিবেশন করবেন ‘এক্কা দোক্কা’র রাধিকা, মানে অভিনেত্রী সোনামণি সাহা। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘যা চন্ডী’। এই অনুষ্ঠানও দেখা যাবে রবিবার ভোর পাঁচটার সময়।

টলিউডের চেনা অভিনেত্রীদের দশপূজা রূপে মহালয়ায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। তবে অধিকাংশ চ্যানেলে একই সময়ে এই মহালয়া দেখানোর কারণে দর্শকদের মধ্যে ক্ষোভ, যেকোনো একটি চ্যানেল খুলেই তাদের মহালয়া দেখতে হবে। তারা দাবি করেছেন, এক্ষেত্রে যদি সময় আলাদা আলাদা দেওয়া হতো তাহলে খুব ভালো হতো।

Advertisements