Kolkata Metro: বন্ধ হয়ে গেল সুড়ঙ্গ, মেট্রোরুটে পরিবর্তন আসল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Metro: বর্তমানে মেট্রো হল তিলোত্তমা নগরীর পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। গোটা শহরে যেন শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে মেট্রো। সম্প্রতি কলকাতা মেট্রো নিজেকে সাজিয়ে তুলেছে আধুনিক প্রযুক্তির দ্বারা। সাধারণ মানুষের যাত্রা আরো সহজ করে তুলেছে এই মেট্রো। নিমেশের মধ্যে শহরের যেকোন প্রান্তে পৌঁছে যেতে পারবেন এই মেট্রোর সাহায্যে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কলকাতা মেট্রো সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisements

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গে কাজ হবে ইস্ট ওয়েস্ট মেট্রোয় (Kolkata Metro) এবং এই কাজের জন্যই সোমবার সকাল থেকে একেবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল এই পথ। মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে বদল আসতে চলেছে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান পথে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, পশ্চিমমুখী সুড়ঙ্গের একাংশে জরুরি নির্মাণ কাজের জন্য এসপ্ল্যানেড থেকে মহাকরণের মধ্যে পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্রেন চালানো সম্ভব হবে না।

Advertisements

আরো পড়ুন: যাত্রীদের জন্য সুখবর, এবার চটজলদি পৌঁছানো যাবে এই রুট ধরে

আপাতত ওই পথ দিয়ে যে মেট্রো চলাচল করতো তা রুট পরিবর্তন করে চালানো হবে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে। পাশাপাশি সুড়ঙ্গ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো অংশটাই এখন থেকে মেট্রোর কাজে ব্যবহৃত হবে। মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য ভোগান্তি পোহাতে হতে পারে সাধারণ যাত্রীকে।

Advertisements

আরো পড়ুন: ২০০৯ এ শিলান্যাসের পর অবশেষে ২০২৪-এ এসে বাস্তবায়িত হতে চলেছে রেললাইন সম্প্রসারণ

কিন্তু যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং এই অসুবিধা দূর করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) । প্রতিদিনের ভিড় সামাল দিতে পশ্চিমমুখী সুড়ঙ্গে মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সারাদিনে দুটি সুড়ঙ্গ দিয়ে ১১৮ টি ট্রেনের পরিবর্তে ১৫০ টি ট্রেন চলবে। এছাড়াও পশ্চিমমুখী সুড়ঙ্গের ট্রেন চলাচল রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন দুপুর ২ টো ১২ মিনিট থেকে রাত ৯ টা ৫০ মিনিট পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গ পথে ৪৬ টি ট্রেন চলবে।

কলকাতা মেট্রো এই নয়া সিদ্ধান্তের রীতিমতো চিন্তিত সাধারণ যাত্রীরা। নিত্যদিনের যাত্রার ক্ষেত্রে বিরাট রকমের অসুবিধা সৃষ্টি হতে চলেছে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের মাধ্যমে গোটা তিলোত্তমা নগরীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা ছিল। জোড়া সুরঙ্গ পথে এই পথ দিয়ে মেট্রো চলাচল হতো। একটি সুরঙ্গের কাজের জন্য রুট পরিবর্তন করা হয়েছে। তবে অপর সুড়ঙ্গটি দিয়ে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পর্যন্ত রুটে মেট্রো চলাচল করলেও যাত্রীদের একাধিক ঝামেলা পোহাতে হবে এমনটাই মনে করছে সকলে।

Advertisements