নিজস্ব প্রতিবেদন : প্রতিটি বিনিয়োগকারীই চান তাদের টাকা যেন অল্প সময়ের মধ্যে দ্বিগুণ হয়ে যায়। কখনো কখনো দ্বিগুণের থেকেও বেশি আশা করা হয়ে থাকে। গত দুই তিন দশকের আগে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করার সুযোগ ছিল বিভিন্ন প্রকল্পে। কিন্তু এখন মার্কেট যেদিকে চলে যাচ্ছে তাতে দিন দিন সুদের পরিমাণ কমছে। এখন বিনিয়োগ করে তার দ্বিগুণ হতে সময় নেই অন্ততপক্ষে ৮-১০ বছর। তবে এসবের মধ্যেও কেন্দ্রের (Central Government) একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের মাধ্যমে বিনিয়োগকারীরা মাত্র ৫ বছরে দ্বিগুণের থেকেও বেশি টাকা পেতে পারেন।
কেন্দ্র সরকারের যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পে অবশ্য যখন চাইলাম তখন বিনিয়োগ করা যায় না। এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য কেন্দ্রের তরফ থেকে বছরে তিন থেকে চার বার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হয়। কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছিল ২০১৫ সালে। সরকারের তরফ থেকে চালু করা ওই প্রকল্প হল গোল্ড বন্ড প্রকল্প (Gold Bond Scheme)।
কেন্দ্র সরকার ২০১৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মাধ্যমে এই যে গোল্ড বন্ড প্রকল্পের চালু করে তার নাম দেওয়া হয় সার্বজনীন গোল্ড বন্ড (Sovereign Gold Bond)। সম্প্রতি ২০২৩ সালের ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য পাঁচ দিনের সুযোগ দেওয়া হয়েছে। এবার এক গ্রাম সোনার দাম রাখা হয়েছে ৬১৪৯ টাকা।
আরও পড়ুন ? বাজারের থেকে সস্তায় কেনা যাবে সোনা, সুযোগ মাত্র ৫ দিন, অফার দিচ্ছে সরকার
যদি এখন থেকে পাঁচ বছর আগের দিকে তাকানো যায় তাহলে ২০১৭-১৮ অর্থিকবর্ষে এই প্রকল্পের আওতায় এক গ্রাম সোনার দাম রাখা হয়েছিল ২৯০১ টাকা। সুতরাং বুঝতেই পারা যায় এখন এক গ্রাম সোনার দাম কত বেশি রাখা হয়েছে। এখানেই স্পষ্ট যে পাঁচ বছরে এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করে দ্বিগুণের থেকেও বেশি লাভ করা যেতে পারে। পাঁচ বছরে প্রফিট ১১০ শতাংশ।
এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করার পাশাপাশি হঠাৎ প্রয়োজন পড়লে ২.৫ শতাংশ সুদের হারে ঋণ নেওয়া যেতে পারে। প্রকল্পে যে সকল শর্ত রয়েছে তাতে আট বছরের জন্য বিনিয়োগের কথা উল্লেখ থাকলেও পাঁচ বছর পর টাকা তোলা যায়। এর পাশাপাশি একজন ব্যক্তি সর্বোচ্চ চার কেজি গোল্ড বন্ড কিনতে পারবেন এবং একটি ট্রাস্ট বা সমজাতীয় কোন সংস্থা ২০ কেজি গোল্ড বন্ড কিনতে পারে।