Cheque Book: চেক দেওয়া-নেওয়ার সময় দেখে নিতে হবে ৫ পয়েন্ট, সামান্য ভুলেই খেতে হতে পারে জেলের ভাত

Making these mistakes while using the check book can lead to jail: ইউপিআই বা নেট ব্যাংকিং এর যুগে ক্যাশ ট্রানজেকশন বা চেক বুকের (Cheque Book) ব্যবহার প্রায় নেই বললেই চলে। তবুও বড়সংখ্যক টাকা লেনদেনের ক্ষেত্রে এখনও অনেকাংশেই চেক বুককে ব্যবহার করা হয়। বিশেষ কিছু লেনদেন চেক ছাড়া হয়ই না। তাই চেকের একটা আলাদা গুরুত্ব এখনও রয়ে গেছে। কিন্তু চেক ব্যবহার করার সঠিক নিয়ম জানতে হবে আপনাকে। না হলে সামান্য ভুল চুকে ঘটে যেতে পারে বিপত্তি, একদিকে যেমন রয়েছে প্রতারিত হবার ভয়, তেমন অন্যদিকে রয়েছে জেল হেফাজতে বন্দী হবারও ভয়।

ব্যাংকের আর্থিক লেনদেন সম্পর্কিত নিয়মগুলি মাঝে মাঝেই পরিবর্তিত হয় তাই এই নিয়মগুলি সম্পর্কে সচেতন হওয়া বাঞ্ছনীয়। না হলে সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। চেক (Cheque Book) সংক্রান্ত সামান্য কোন ভুল চুকের জন্য আপনাকে দুবছর পর্যন্ত জেলেফাজতেও থাকতে হতে পারে। তাই চেক দেবার বা নেবার সময় সচেতনতা বজায় রাখুন।

চেক ব্যবহার করার সময় এই পাঁচটি নিয়ম অবশ্যই খেয়াল রাখবেন
  1. আপনি যদি কখনো কারো নামে কোন চেক দেন তাহলে চেকে লেখা অ্যাকাউন্ট নম্বরে, চেকে উল্লেখিত অর্থের পরিমাণ থাকা বাঞ্ছনীয়। যদি সেটা না থাকে তাহলে চেকটি বাউন্স করতে পারে আর চেক বাউন্স করা একটা দণ্ডনীয় অপরাধ। সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে। বিচারে আপনার জরিমানা ও জেল দুটোই হতে পারে।
  2. চেক এমন পেন দিয়ে লিখবেন যাতে কালি উঠে না যায়। না হলে খুব সহজে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন আপনি।
  3. চেক লেখার পর তার নিচের সইটি স্পষ্ট ও যথার্থ হওয়া প্রয়োজন। না হলে চেক বাউন্স করতে পারে। তাই সই করার সময় ব্যাংক অ্যাকাউন্টে নথিভুক্ত করা সইটিই করতে হয়। প্রয়োজনে চেকের পিছনে আলাদা করেও সই করে দেওয়া যেতে পারে যাতে ব্যাঙ্ক কর্মি সেই সইটিকে অ্যাকাউন্টের সাথে মিলিয়ে দেখতে পারে।
  4. আরও পড়ুন 👉 Spelling on Cheque: Lac না Lakh! চেক লেখার সময় কোনটি লিখবেন! সঠিকটা অনেকেই জানেন না

  5. চেক লেখার সময় সঠিকভাবে সঠিক তথ্য প্রয়োগ করে লিখতে হবে। যেমন চেকে টাকার পরিমাণটি একবার অংকে একবার কথায় লিখতে হয়। অংকে লেখার পর (/-) চিহ্নটি ব্যবহার করা আবশ্যক। এবং কথায় লেখার পর ওনলি শব্দটি ব্যবহার করা আবশ্যক।
  6. চেকে (Cheque Book) লেখা তারিখটি সঠিক হতে হবে না হলে চেকে যদি একমাস পরের তারিখ দেওয়া থাকে তাহলে সেই গ্রাহক সেই চেকটি নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না নির্দিষ্ট সময়ের আগে। কিন্তু প্রেরক অবশ্য এই সময়সীমার মধ্যে ব্যাংকে টাকা ফেলতে পারবে।