Digha Puja Special Train: এখন থেকেই ঘোষণা হয়ে গেল দিঘার পুজো স্পেশাল ট্রেন, দেখে নিন ডেট ও টাইমটেবিল

Shyamali Das

Published on:

Advertisements

মালদা : পুজোর সময় টানা ছুটির কারণে ভ্রমণপিপাসু বাঙালিরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। ঘুরতে যাওয়ার এই সকল প্ল্যানের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘার মত সমুদ্র সৈকত। যেখানে ঘুরতে আসা পর্যটকদের বড় অংশ ট্রেনে চড়ে আসেন। যে কারণে সারা বছরই দীঘার সঙ্গে যোগাযোগকারী ট্রেনগুলিতে পর্যটকদের ভিড় থাকে। আর এই ভিড়ের কথা মাথায় রেখে এবার রেলের তরফে এখন থেকেই পুজোর জন্য দীঘা স্পেশাল ট্রেন (Digha Puja Special Train) ঘোষণা করে দেওয়া হল।

Advertisements

দীঘার জন্য যে স্পেশাল ট্রেনটি ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি মালদা থেকে দীঘা ও দীঘা থেকে মালদা যাতায়াত করবে। মূলত মালদা থেকে দীঘা যাওয়ার জন্য খুব বেশি ট্রেন না থাকার কারণে পূজোর ছুটিতে যাতে ঘুরতে যেতে পর্যটকদের সমস্যা না হয় তার জন্য রেলের তরফ থেকে এমন স্পেশাল ট্রেনটির ঘোষণা করা হয়েছে। স্পেশাল এই ট্রেনটি সপ্তাহে একদিন করে যাতায়াত করবে।

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে স্পেশাল ট্রেনটি তার যাত্রা শুরু করবে। ট্রেনটি চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এর ফলে ৬ হাজার ৩০০ অতিরিক্ত বার্থ পাওয়া যাবে দীঘা ট্যুরের জন্য বলে জানানো হয়েছে। ফলে হাজার হাজার পর্যটকরা খুব সহজেই ট্রেনের টিকিট পেয়ে দীঘা ভ্রমণের জন্য যেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই ট্রেনটির টাইম টেবিল এবং কোন কোন দিন চলবে।

Advertisements

আরও পড়ুন : RBI Alert: নিজের অ্যাকাউন্ট দিয়ে এই ১০ কাজ করলে যেতে হবে জেল, সতর্ক করে দিল RBI

০৩৪৬৫ মালদা টাউন থেকে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে। মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়ার সময় হলো দুপুর ১:২৫ মিনিট এবং দীঘা পৌঁছানোর সময় রবিবার রাত ৪টে। ট্রেনটি যাত্রা পথে মালদা টাউন এবং দীঘা ছাড়াও রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি স্টেশনে স্টপেজ দেবে। ০৩৪৬৬ ট্রেনটি দীঘা স্টেশন থেকে ভোর ৫টার সময় মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে এবং মালদা টাউন পৌঁছাবে সন্ধ্যা ৬টার সময়। এই ট্রেনটি প্রতি রবিবার পরিষেবা দেবে। যাওয়ার মতই আসার পথেও ট্রেনটি উল্লেখিত স্টেশনগুলিতে স্টপেজ দেবে।

স্পেশাল এই ট্রেন জোড়া যে কয়েকদিন চলবে সেই দিনগুলি হল মালদা থেকে দীঘা ৫ অক্টোবর, ১২ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২ নভেম্বর, ৯ নভেম্বর, ১৬ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর এবং দিঘা থেকে মালদা ৬ অক্টোবর, ১৩ অক্টোবর, ২০ অক্টোবর, ২৭ অক্টোবর, ৩ নভেম্বর, ১০ নভেম্বর, ১৭ নভেম্বর ২৪ নভেম্বর এবং ১ ডিসেম্বর।

Advertisements