Male Secret: শান্তিতে বাঁচতে চাইলে কখনোই সঙ্গীকে এই ৪ কথা বলবেন না! পুরুষদের জন্য চাণক্যবাণী

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you want a happy life, never say these things to your partner: আচার্য চাণক্য প্রাচীন ভারতের একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং দার্শনিক। তিনি তক্ষশীলা বিশ্ববিদ্যালয় থেকে নিজের শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি একজন সাধারণ ব্যক্তিকে ভারতের সম্রাটের পরিণত করেছিলেন। জীবনে তিনি বহু অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু নিজের বুদ্ধির জোরে সমস্ত সমস্যার সমাধানও করেছেন। তিনি জীবনে কখনো হাল ছেড়ে দেননি। তার পরামর্শ এবং বাণী আজও অক্ষরে অক্ষরে ফলে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে। নারী-পুরুষের সম্পর্ক এবং তাদের গুণাবলী নিয়ে তিনি বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন। স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক কিন্তু এমন কিছু কথা আছে যা সঙ্গীর থেকে গোপন করাই শ্রেয় (Male Secret)। ফলে দাম্পত্য জীবন সুখের হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো কখনই স্বামীর তার স্ত্রীকে বলা উচিত নয়।

Advertisements

আচার্য চাণক্য পরামর্শ অনুযায়ী, জীবনে যে কোনো রকম দানের কথা স্ত্রীর থেকে গোপন রাখা শ্রেয় (Male Secret)। যদি আপনি দানের কথা গোপন রাখেন তাহলেই আপনার দান গুরুত্ব পাবে। এমন অনেক সময় আছে আপনার স্ত্রী আপনার করা দানের অর্থ নিয়ে অভিযোগ তুলতে পারে। এতে দাম্পত্য জীবন কখনো সুখের হয় না।

Advertisements

আচার্য চাণক্য আরো বলেছেন যে, একটি পুরুষের কখনোই নিজের আয়ের কথা তার স্ত্রীর কাছে বলা উচিত নয় (Male Secret)। অনেক সময় দেখা যায় স্বামীর উপার্জনের কথা জানতে পেরে তার স্ত্রী নিজের আধিপত্য জাহির করার চেষ্টা করতে পারে এবং যার ফলে স্বামীর আয়ের পথ বন্ধ হয়ে যায়। দাম্পত্য জীবন সুখের করতে আচার্যর গুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই মেনে চলা উচিত।

Advertisements

জীবনের প্রতিটি ক্ষেত্রে আচার্য চাণক্য পরামর্শ কাজে লেগে যায়। বাস্তব জীবনে যদি তার প্রয়োগ করা হয় তাহলে জীবন অবশ্যই সুখের হবে। স্বামীর কখনোই নিজের দুর্বলতার কথা তার স্ত্রীর কাছে ব্যক্ত করা উচিত না। যদি কোন স্ত্রী জানতে পারে তার স্বামী কোন বিষয়ে দুর্বল বা তার দুর্বলতা কোথায়, তাহলে নিজের কাজ হাসিল করতে সেই দুর্বলতার সাহায্য নেবে। তাই নিজেই দুর্বলতার কথা কখনোই কাউকে বলা উচিত না (Male Secret)।

আচার্য চাণক্যর নীতিশাস্ত্রে উল্লেখ আছে যে, স্বামীর কখনোই নিজের অপমানের কথা তার স্ত্রীর সামনে তুলে ধরা উচিত না। মনে করা হয় মহিলারা যদি কোন ভাবে নিজের স্বামীর অপমানের কথা জানতে পেরে যায় তাহলে সেই বিষয়টি নিয়ে স্বামীকে ঠাট্টা তামাশা করতে পারে। তাই জীবনে চলার পথে এই চারটে নীতি অবশ্যই পালন করা উচিত।

Advertisements