নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক হিসাবে তৃণমূল আসার পর রাজ্যের বাসিন্দাদের জন্য নানান ধরনের প্রকল্প চালু করা হয়েছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay) মস্তিষ্ক প্রসূত এই সকল প্রকল্প দিন দিন রাজ্যের বাসিন্দাদের মন জয় করে চলেছে। এই সকল কোন কোন প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বাসিন্দাদের সরাসরি নগদ টাকা দেওয়া হয়, আবার কোন কোন প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। ঠিক সেই রকমই ডিসেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রকল্পের মধ্য দিয়ে ৫০০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের সরাসরি যে সকল প্রকল্পের মধ্যে নগদ টাকা দেওয়া হয় তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন একটি, ঠিক সেই রকমই আরও অনেক প্রকল্প রয়েছে যেগুলির মধ্য দিয়েও নগদ টাকা দেওয়া হয়। কোন কোন প্রকল্প রয়েছে যেগুলির মধ্য দিয়ে আবার লক্ষ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়ে থাকে। এই সকল প্রকল্পের মধ্যে এবার ৫০০০ টাকা করে দিয়ে কৃষকদের মুখে হাসি ফোটাতে চলেছে রাজ্য।
গত সপ্তাহে নিম্নচাপের কারণে বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে গোটা রাজ্যেই শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়েছে। ধান থেকে শুরু করে অন্যান্য শীতকালীন ফসল ক্ষতির মুখে পড়ার ফলে রীতিমতো মাথায় হাত পড়তে শুরু করেছে চাষীদের। তবে এখানে মুহূর্তেই রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের আওতায় ৫০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো। রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষক যাদের নাম এই প্রকল্পের আওতায় রয়েছে তারা এই টাকা পাবেন।
আরও পড়ুন ? Krishak Bandhu Scheme: কৃষক বন্ধু প্রকল্পে আসছে বদল! টাকা ঢোকার নতুন নিয়ম ঘিরে জল্পনা!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণার দিনও জানিয়ে দিলেন। রবিবার আলিপুরদুয়ারে যে সরকারি অনুষ্ঠান ছিল সেই সরকারি অনুষ্ঠানে তিনি এদিন জানান, এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী ১২ ডিসেম্বরের মধ্যেই ৫০০০ টাকা করে ঢুকে যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে রাজ্যের কৃষকদের মধ্যে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের কৃষকদের সহযোগিতার জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ১০০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই টাকা দুই কিস্তিতে দেওয়া হয়। সেইমতো রবিশস্যের জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকা ডিসেম্বর মাসের ১২ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।