‘রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন’, মুখ্যমন্ত্রীর ভুলভাল মন্তব্যকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ৪০ দিনের অপেক্ষার পর ২৩ আগস্ট বুধবার সন্ধ্যা ৬:০৪ নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। যে মুহূর্তে দেশের ১৪০ কোটি মানুষ মুখিয়ে ছিলেন এমন বিরল মুহূর্তের জন্য ঠিক সেই সময় অঘটন ঘটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

Advertisements

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান ৩ ল্যান্ডিংয়ের আগে যা ঘটিয়েছেন তা অবশ্য অঘটন নয়, বরং বলা যেতে পারে রাজ্যের মানুষের সামনে একেবারেই ভুল তথ্য পেশ করা। আর সেই ভুল তথ্য নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় মিমের বন্যা। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যার পাশাপাশি মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে ধুয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisements

চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুর বেলা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করেছিলেন, ওখান থেকে মহাকাশ থেকে কেমন লাগছে ইন্ডিয়াকে? তখন তারা উত্তর দিয়েছিলেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা।”

Advertisements

এমন মন্তব্যের পাশাপাশি তিনি জানান, “এখন মানুষ যায়নি কিন্তু আমাদের যন্ত্র গেছে। আমাদের instrument গেছে। সেই ইন্সট্রুমেন্ট অনেক কষ্ট করে কাজ করেছেন আমাদের ইসরোর বৈজ্ঞানিকরা তাদের এক্সপার্টি দিয়ে। আগেরবার তারা সফল হননি। তার জন্য অনেক দুঃখ পেয়েছে, ব্যথা পেয়েছে। তারা চেষ্টা করেছেন। চেষ্টা করে অনেক সময় হতেও পারে নাও হতে পারে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য সর্বান্তে ভুল। প্রথম কথা হচ্ছে, ভারত কখনোই চাঁদে মানুষ পাঠায় নি। আবার রাকেশ রোশন একজন অভিনেতা এবং সিনেমা নির্মাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাকেশ শর্মার জায়গায় রাকেশ রোশন নাম করেন। আবার রাকেশ শর্মা চাঁদে যাননি তিনি মহাকাশে গিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর এমন ভুলভাল মন্তব্যের পাল্টা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত মূর্খ মুখ্যমন্ত্রী বলে তুলোধনা করেছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “অশিক্ষিত মূর্খ মুখ্যমন্ত্রী। রাকেশ রোশন যিনি অভিনেতা তিনি কখনো মহাকাশে যাননি। ওটা রাকেশ শর্মা। কোনটা মহাকাশ, কোনটা চন্দ্রমা, কোনটা শুক্র, এসব কোন কিছু মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। ওই জন্য আগে ডক্টরেট লিখতো এখন আর লেখে না। ভগবান করুণা করুন এই ধরনের অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে পেয়েছি আমরা বিদ্যাসাগরের দেশে, শরৎচন্দ্রের দেশে, বঙ্কিমচন্দ্রের দেশে।”

Advertisements