নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে ঠাসা কর্মসূচি নিয়ে বুধবার রাতে কলকাতায় পাওয়া দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই অমিত শাহ আসার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর সম্প্রদায়ের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন বুধবার। বুধবার নবান্নে অনগ্রসর সম্প্রদায়ের সাথে বৈঠক থেকে এই সকল ঘোষণা করেন তিনি।
রাজ্যের ছেলেমেয়েদের কর্মসংস্থানের লক্ষ্য সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করলেন, কোপারেটিভ ব্যাঙ্ক থেকে বাইক কেনার জন্য সহজ ঋণের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। যাতে করে এরাজ্যের ছেলেমেয়েরা বাইক ব্যবহার করে শাড়ি এবং অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন, “দু’লক্ষ ছেলেমেয়েকে নেবো। কোপারেটিভ ব্যাঙ্ক দিয়ে তাদের ঋণ দেওয়া হবে। সরকারি ব্যাঙ্কে দিয়ে হবে না। এই ঋণ দেওয়া হবে বাইক কেনার জন্য। বাইকের পিছনে থাকবে বক্স। তাতে শাড়ি, ফল নিয়ে বিক্রি করতে পারবেন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এর ফলে কোন পরিবারে পাঁচ জন করে সদস্য থাকলে মোট ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন।
এর পাশাপাশি তিনি আশ্বাস দেন কালী পূজার পর রাজ্য সরকার মেলার অনুমতি দেবে। কোভিড পরিস্থিতিতে মেলা বন্ধ থাকায় সংকটের মধ্যে রয়েছেন ক্ষুদ্র ও কুটির শিল্পীরা। সামাজিক দূরত্ব মেনেই মেলার আয়োজন করা হবে, প্রয়োজনে রাজ্য সরকারের তরফ থেকে মেলা করা হবে।