মে মাসের এই দিন থেকে শুরু হবে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল ঝড় তুলেছিল দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে। তৃণমূলের পুনরায় সরকারের প্রত্যাবর্তনের পিছনে এই দুয়ারে সরকার ক্যাম্পের ভূমিকা যথেষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে জয় লাভ করে সরকারের ফেরার পরেও এই দুয়ারে সরকার ক্যাম্প জারি রেখেছে শাসক দল।

Advertisements

সম্প্রতি কয়েক মাস আগে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার পাশাপাশি ফের মে মাসে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হতে চলেছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন।

Advertisements

মে মাসের দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পের দিনক্ষণ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২১-৩১ মে আয়োজিত হবে এই বছরের দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। এই ১০ দিন নাগরিকদের থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন নেওয়া হবে। এরপর ১ থেকে ৬ জুন পরিষেবা প্রদান শুরু হবে।

Advertisements

দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। মে মাসের ৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে এই পাড়ায় সমাধান ক্যাম্প। সম্পূর্ণ আলাদা ভাবে এই ক্যাম্প চালানো হবে বলে জানানো হয়েছে। এই ক্যাম্পের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে সমাধানের পথ খুঁজে দেওয়া হবে নাগরিকদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানান, পারাই সমাধান কর্মসূচিকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। কারণ এই ক্যাম্প এর মাধ্যমে অনেক ছোট ছোট কাজ এবং তার সমাধান করে দেওয়া সম্ভব। এমনকি তিনি জানিয়েছেন এই ক্যাম্প চলাকালীন রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া ছুটি নিতে পারবেন না সরকারি আধিকারিকরা।

Advertisements