নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন। ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল এখন তোড়জোড় শুরু করে দিয়েছে নিজেদের জায়গা ধরে রাখার জন্য। আবার এসবের মধ্যেই বিজেপি এবার ৪০০ আসন দখল করার স্লোগান তুলছে। যে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাংলাতেও গত লোকসভা নির্বাচনের তুলনায় বেশি আসন পেতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পশ্চিমবঙ্গে বিজেপি কত আসন পাবে তা নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষাকারী সংস্থা বিস্ফোরক দাবি তুলছেন। প্রশান্ত কিশোর আগেই জানিয়েছেন, বাংলায় ভালো নম্বর পাবে বিজেপি। আবার যে সকল সমীক্ষাকারী সংস্থা রয়েছে তাদের তরফ থেকেও বিজেপি আগের তুলনায় বাংলায় আসন বাড়াবে এমনটাই জানানো হচ্ছে।
আর এসব নিয়েই রীতিমত আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সরাসরি না করলেও বিজেপির প্ল্যান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ দিনাজপুরের জনসভায়। যেখানে তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভের জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আর সেই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্য তিনি কর্মীদের সজাগ থাকতে বলেছেন।
আরও পড়ুন ? Lok Sabha Election Opinion Poll WB: দেবাংশু থেকে দিলীপ, ভাগ্য খুলবে কার! কী বলছে সমীক্ষা
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্ল্যান নিয়ে দক্ষিণ দিনাজপুরের জনসভায় যে আশঙ্কা প্রকাশ করেছেন তা হল বুথ পরিচালনা নিয়ে। বুথ পরিচালনার ক্ষেত্রে তিনটি প্ল্যান তিনি ফাঁস করেছেন। তার দাবি অনুযায়ী বিজেপি জয়লাভের জন্য যে তিনটি প্ল্যান করেছে তার প্রথমটি হল, যারা পাহারা দেবেন তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। প্রথম প্ল্যান নিয়ে এমন অভিযোগ করার পাশাপাশি পরবর্তী প্ল্যানগুলি আরও বিস্ফোরক।
দক্ষিণ দিনাজপুরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় যে প্ল্যান তুলে ধরেছেন তা হল, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। আর তৃতীয় যে প্ল্যানের কথা তিনি বলেছেন সেটি হল, লোডশেডিং করে বাক্স দখল করা, চিপ ঢুকিয়ে দেওয়া। আর এসব কারণে তিনি কর্মীদের সজাগ করে জানিয়েছেন, ‘এমন কাউকে পাহারা দেওয়ার জন্য রাখবেন না, যিনি বিশ্বস্ত নন।’ এছাড়াও তিনি দাবী করেছেন, ‘আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে।’