Lok Sabha Election Opinion Poll WB: দেবাংশু থেকে দিলীপ, ভাগ্য খুলবে কার! কী বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ও প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই পুরোদমে দেশের পাশাপাশি রাজ্য জুড়ে চলছে প্রচারের তোড়জোড়। প্রচারে ইতিমধ্যেই এক প্রার্থী অন্যপ্রার্থীকে টেক্কা দিতে শুরু করেছেন। তবে প্রশ্ন হল এই সকল প্রার্থীদের মধ্যে কার ভাগ্য খুলবে? আবার কাকে মুখ ফেরাতে হবে নিজের কেন্দ্র থেকে? এই নিয়েই অনুমানমূলক একটি সমীক্ষা (Lok Sabha Election Opinion Poll WB) সামনে এসেছে। যে সমীক্ষা করেছে ইন্ডিয়া টিভি ও সিএনএক্স। তাদের সমীক্ষায় কি বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক।

যে সমীক্ষার কথা বলা হচ্ছে সেই সমীক্ষায় উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ছ’টি আসন এমনটাই জানানো হয়েছে। বাকি দুটি আসন যেতে পারে তৃণমূলের ঝুলিতে। গত লোকসভা নির্বাচনের দিকে তাকালে বিজেপি উত্তরবঙ্গে লোকসানে থাকবে এবং তৃণমূল থাকবে লাভে। কেননা গতবার বিজেপি উত্তরবঙ্গ থেকে সাতটি আসনে জয়লাভ করেছিল আর কংগ্রেস করেছিল একটিতে। সেই জায়গায় বিজেপির একটি আসন কমার পাশাপাশি কংগ্রেসের ঝুলি ফাঁকা হতে পারে। তৃণমূল যেখানে শূন্য ছিল সেই জায়গায় দুটি আসনে জয়লাভ করতে পারে।

বিজেপি যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে বলে অনুমান করা হচ্ছে সেগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। তৃণমূল জিততে পারে মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রে। অর্থাৎ এবার লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল অ্যাডভান্টেজ পেতে পারে বলেই মনে করা হচ্ছে এই সমীক্ষায়।

এতো গেল উত্তরবঙ্গের কথা। এবার যদি বাংলার অন্যান্য জায়গায় কথা বলা যায় তাহলে ওই সমীক্ষায় বলা হয়েছে, কৃষ্ণনগরে এবার পরাজয়ের মুখ দেখতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবং ওই জায়গায় প্রথমবার প্রার্থী হয়েই জয়ের মুখ দেখতে পারেন রাজমাতা অমৃতা রায়। খুব উল্লেখযোগ্য ভাবে এই কেন্দ্রের উপর বিজেপির চোখ সবচেয়ে বেশি। প্রথম থেকেই বিজেপি কৃষ্ণনগরকে পাখির চোখ করে রেখেছে।

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে চারদিকে চরম হাইপ উঠলেও তিনি কিন্তু পরাজয়ের মুখ দেখতে পারেন বলেই সমীক্ষায় দাবি করা হচ্ছে। আবার তৃণমূলের এই বছরের সবচেয়ে হেভিওয়েট ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পরাজয়ের মুখ দেখতে পারেন বলেও মনে করা হচ্ছে। ওই কেন্দ্র অর্থাৎ বহরমপুরে ফের জয়ের মুখ দেখতে পারেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন 👉 WB Lok Sabha Election Opinion Poll: হারের মুখ দেখতে পারে ইউসুফ থেকে দিলীপ! ভোটের আগেই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী জনমত সমীক্ষার

রাজ্যের অন্যতম একটি চর্চার কেন্দ্র হল তমলুক। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রে দেবাংশুকে পরাজয়ের মুখ দেখতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। একইভাবে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। হুগলিতে জয়ের মুখ দেখতে পারেন লকেট চ্যাটার্জি এবং সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের মুখ দেখতে পারেন।

জুন মালিয়াকে হারিয়ে জয়ের মুখ দেখতে পারেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন দিলীপ ঘোষ। আসানসোল কেন্দ্রে বিজেপি এখনো কোনো প্রার্থী না দিলেও এখানে পরাজয়ের মুখ দেখতে পারেন শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বৃহত্তর কলকাতায় একটি আসনেও দাঁত ফোটাতে পারবেনা বিজেপি বলেও অনুমান করা হচ্ছে এই সমীক্ষায়। আর সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনে ফলাফল হতে পারে বিজেপির ২২ তৃণমূলের ১৯ এবং কংগ্রেসের ১।