ভবানীপুরে মমতার হয়ে প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন নুসরত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজন উপনির্বাচন। তৃণমূলের তরফ থেকে এই নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পর অবশেষে শনিবার সবুজ সঙ্কেত দেয় নির্বাচন কমিশন। একমাত্র কেন্দ্র ভবানীপুরের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে ওই দিনই ভোটগ্রহণ হবে মুর্শিদাবাদের আরও দুটি কেন্দ্র যেখানে গত নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল।

Advertisements

Advertisements

নির্বাচন কমিশনের তরফ থেকে ভবানীপুরে উপ নির্বাচনের দিনক্ষণ হিসাবে ৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হয়। পাশাপাশি ৩ অক্টোবর ভোট গণনা হবে বলেও জানানো হয়। আর এর পরেই মমতার হয়ে প্রচারে উঠেপড়ে লাগে শাসকদল তৃণমূল। দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়তে শুরু করে ‘ভবানীপুরে খেলা হবে’। আর এর পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কর্মীসভার মধ্য দিয়ে নামছেন প্রচারে।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে প্রচারে যেসকল তারকাদের দেখা যাবে সেই তালিকা সোমবার তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যের ২০ জন হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রী। তবে রাজ্যের বাইরের কোন নেতা-নেত্রীর নাম নেই এই তালিকায়। অন্যদিকে উল্লেখযোগ্যভাবে এই তালিকা থেকে বাদ পড়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।

ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যে সকল তারকা নেতা-নেত্রীদের দেখা যাবে সেই তালিকায় প্রথমেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুনাল ঘোষ, সুখেন্দুশেখর রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের মত পোড়খাওয়া রাজনীতিকরা।

পাশাপাশি রুপালি পর্দার এবং ক্রীড়াজগতের তৃণমূল তারকাদেরও দেখা যাবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে। এই তালিকায় যারা রয়েছেন তারা হলেন মনোজ তিওয়ারি, সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, মিমি চক্রবর্তী, শতাব্দি রায়, রাজ চক্রবর্তীর মতো তারকারা। তবে প্রচারের তালিকা থেকে নুসরত জাহানের বাদ পড়া নিয়ে দলের তরফ থেকে কিছু বলা না হলেও মনে করা হচ্ছে সদ্য মা হওয়ার কারণেই তাকে প্রচারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Advertisements