নিজস্ব প্রতিবেদন : রাজ্যে তৃণমূল সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন। এই সকল বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যেমন রাজ্যের সাধারণ মানুষদের কথা ভাবা হয়েছে ঠিক সেই রকমই আবার পড়ুয়াদের কথাও ভাবা হচ্ছে। এরই মধ্যে সদ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর নতুন এক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্য করলে দেখা যাবে, প্রতিবছর রাজ্যের বহু মেধাবী ছাত্র-ছাত্রী ভালো নম্বর পেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকে। কিন্তু তারপর উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। সেই সকল বাধার মধ্যে সবচেয়ে বড় বাধা হল অর্থ। আর এই অর্থ অর্থাৎ টাকার অভাবেই বহু মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মাঝপথেই বন্ধ করে দিতে হয়। এবার এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য নতুন এক পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার মিলন মেলা ২০২৩ এ উপস্থিত হয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা-সহ বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুঃস্থ দরিদ্র পড়ুয়াদের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা মন্ত্রীকে নির্দেশ দেন লেটার বক্স তৈরি করার জন্য। এই লেটার বক্সের মাধ্যমেই রাজ্যের মেধাবী অভাবে পড়ুয়াদের কথা জানতে পারবে রাজ্য সরকার। পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন বিগ্র না ঘটে তার জন্যই এই বন্দোবস্ত করা হয়েছে। এই লেটার বক্সে রাজ্যের মেধাবী অভাবে পড়ুয়ারা তাদের অভাব অভিযোগের কথা জানালে রাজ্য সরকার সেই সকল অভাব অভিযোগ গুরুত্ব সহকারে দেখবে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “টাকার জন্য পড়াশোনায় সমস্যা হবে না। যারা আমাকে চিঠি দিয়েছেন, পয়সার অভাবে পড়াশোনা হচ্ছে না। সেই সব চিঠি আমি মুখ্যসচিবকে হ্যান্ডওভার করেছি। ব্রাত্যকে বলব শিক্ষা দফতরে একটা লেটার বক্স করো, যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, তারা ওই বক্সে আবেদনপত্র পৌঁছে দেবে, সেগুলির প্রত্যেকটা দেখে ব্যবস্থা নেবে।”