তৃণমূলের নির্বাচনী ইস্তেহারের বিশেষ চমকের তালিকায় কি কি থাকতে পারে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর ইতিমধ্যেই শাসকদল তৃণমূলের তরফ থেকে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়েছে, একাধিক বিদায়ী বিধায়ক তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। তবে এরই মাঝে তৃণমূলের তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বন্দোবস্ত করা হচ্ছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই হয়তো সেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হতে পারে।

Advertisements

Advertisements

মঙ্গলবার দুপুরে একটা সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে এই ইস্তেহার প্রকাশ করা হবে। গত কয়েক মাস ধরে এই ইস্তেহার তৈরি করার কাজ চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইস্তেহার কমিটি। আর এই ইস্তেহারে এবার একাধিক চমক থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

Advertisements

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ইস্তেহারে থাকতে পারে বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি। যদিও এই বিষয়ে আগেই বারংবার মুখ্যমন্ত্রীকে বিনামূল্যে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে।

এছাড়াও ইস্তেহারে থাকতে পারে স্বাস্থ্য এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সংক্রান্ত প্রতিশ্রুতি। মূলত এই সকল পরিষেবাকে আরও বিকশিত করে তোলার দিকে নজর দিয়ে প্রতিশ্রুতি ঘোষণা হতে পারে।

পাশাপাশি ইস্তেহারে জায়গা পেতে পারে গতবারের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি তালিকা। আর সেই সকল প্রতিশ্রুতির মধ্যে কোন কোন প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কোন কোন প্রতিশ্রুতি পুরনো অসম্পূর্ণতা রয়েছে তাও জায়গা পেতে পারে।

[aaroporuntag]
এবারের নির্বাচনে তৃণমূলের ইস্তাহারে বিশেষ গুরুত্ব পেতে পারে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের কথা মাথায় রেখে কি কি কাজ হবে এবং গত ১০ বছরে কি কি কাজ করা হয়েছে তাও ঠাঁই পেতে পারে।

Advertisements