৭ জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল, কারণ জানালো তৃণমূল

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে শুভেন্দু অধিকারীর যোগদানের পর নন্দীগ্রামে আগামী ৭ জানুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের নির্ধারিত সভা ঘিরে সকলের চোখ ছিল।

এমনকি ওই সভার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ৭ তারিখে যে অভিযোগ তার বিরুদ্ধে করা হবে প্রতিটি প্রশ্নের উত্তর তিনি দেবেন ৮ তারিখ একই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিলের কথা জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে।

সোমবার তৃণমূলের তরফ থেকে জানানো হয়, আপাতত ৭ জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হচ্ছে। তবে সেই দিন একটি কর্মীসভা হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে এবং সেই কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে উপস্থিত থাকতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে তার কারণ জানালো তৃণমূল।

তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, তৃণমূলের বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা বাতিল করা হয়েছে। সভা বাতিল করার কারণ জানিয়েছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা সুব্রত মুখার্জি।

উল্লেখ্য, ৭ জানুয়ারি দিনটিকে নন্দীগ্রামে শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। অন্যান্য বছর এই অনুষ্ঠানের দায়িত্বে থাকতেন প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু চলতি বছর সময়ের সাথে ছবিটা বদলে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার বিষয়টি ঠিক হয়েছিল।