বাইরে আটকে থাকা শ্রমিকদের অনলাইনে টাকা পাঠাবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ শৃংখল ভাঙতে দেশে লকডাউন জারি হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের অজস্র শ্রমিক আটকে রয়েছেন ভিন রাজ্যে। দুর্দশার সাথে দিন কাটছে তাদের। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সবরকম সাহায্য প্রার্থনায় দেশের ১৮ টি রাজ্যকে চিঠি দিয়েছিলেন। যাতে করে ঐ সকল রাজ্যের প্রশাসনিক কর্তারা পরিযায়ী শ্রমিকদের দেখভালের বন্দোবস্ত নেন।

কিন্তু এখানেই থেমে থাকলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও শুক্রবার তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন। তাঁর সিদ্ধান্ত, বাইরে আটকে পড়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের হাতখরচ পাঠাবে রাজ্য সরকার। যে কারণে এদিন তিনি একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন, যা হলো ‘স্নেহের পরশ’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার অনলাইনে অন্যান্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ১০০০ টাকা করে পাঠাবে। এই পরিষেবা চালু হয়ে যাবে আগামী সোমবার থেকেই বলে জানান মুখ্যমন্ত্রী। টাকা পাঠানোর বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য রাজ্যে আটকে পড়া শ্রমিকরা যাতে অসহায় মনে না করে, বাড়ি ফেরার তাগিদে লকডাউনের নিয়ম ভঙ্গ না করে সেই জন্যই এই প্রকল্প।

পরিযায়ী শ্রমিকদের কাছে টাকা পাঠানোর বিষয়ে আগেই পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে কিভাবে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা যায় তার জন্য বেশ কিছুটা সময় নিতে হয় তাঁকে।এরপর সবকিছু বিবেচনা করে শুক্রবার পাকাপাকিভাবে ‘স্নেহের পরশ’ প্রকল্পের ঘোষণা হয়। আগামী সোমবার থেকেই অনলাইনে ১০০০ টাকা করে ঐ সকল শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে জানা যায়। তবে কিভাবে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হবে তার সম্পর্কে কিছু জানা যায়নি।