অপেক্ষার অবসান, বলিউডে পা দিতে চলেছেন ‘মানিকে মাগে হিথে’ খ্যাত ইয়োহানি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে গান ভিডিওর মধ্যে অন্যতম একটি ছিল ‘মানিকে মাগে হিথে’। শ্রীলঙ্কার উঠতি গায়িকা ইয়োহানি ডি’সিলভা এই গানের দৌলতে রাতারাতি বিশ্বখ্যাত হয়ে ওঠেন। এই গান শ্রীলঙ্কার গণ্ডি ছাড়িয়ে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পৌঁছে যায়। এই গায়িকা এবার পা রাখতে চলেছেন বলিউডে।

Advertisements

গত বছর তিনি ভাইরাল হওয়ার পর থেকেই সিংহলি ভাষায় গাওয়া ওই গান দর্শকদের মন জয় করার পাশাপাশি এই গান বিভিন্ন ভাষায় অনুবাদ করতে শুরু করেন আঞ্চলিক গায়ক গায়িকারা। হিন্দি, বাংলা সহ অন্যান্য ভাষাতেও আঞ্চলিক গায়ক গায়িকারা এই গানের অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে শুরু করেন। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় ভিডিওগুলি আলাদাভাবে নজর কাড়ে।

Advertisements

তবে এবার শ্রীলঙ্কার এই গায়িকা নিজেই জনপ্রিয় এই গান নিয়ে আসছেন হিন্দি ভাষাতে। এই গান হিন্দি ভাষায় নিয়ে আসার পাশাপাশি বলিউডে গান গাইতে চলেছেন তিনি। ইয়োহানি ডি’সিলভার ‘মানিকে মাগে হিথে’ হিন্দি ভার্সন শোনা যাবে ‘থ্যাংক গড’ বলিউড সিনেমায়। ইতিমধ্যেই এই সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে।

Advertisements

অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার থ্যাংক গড সিনেমায় তার গান নিয়ে ইয়োহানি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হিন্দি ভাষাটা শেখাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান তিনি অনেক শুনেছেন। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার গান শুনেন। কিন্তু কোনও সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে তাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে এসব কখনও তিনি করেন নি। তাই এটা তার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

এই সিনেমার ট্রেলার গত ৯ সেপ্টেম্বর রিলিজ হয়। ইতিমধ্যেই সেই ট্রেলার নিয়ে দর্শকদের মধ্যে আলাদা উৎসাহ দেখা দিয়েছে। তবে এরই মধ্যে এই সিনেমাটি আইনি বিপাকে পড়েছে। সিনেমার মধ্যে ধর্মীয় ভাব আবেগে আঘাত আনার অভিযোগ আনা হয়েছে।

Advertisements