নিজস্ব প্রতিবেদন : সমুদ্রের মাঝে একটি দ্বীপ শ্রীলঙ্কা (Srilanka) থেকে উঠে এসেছে একটি গান। যে গানটি বর্তমানে তোলপাড় করেছে গোটা বিশ্বকে। গানের জনপ্রিয়তা এই কালকে পৌঁছে দিয়েছে মানুষের ঠোঁটে ঠোঁটে। তবে সিংহলি ভাষায় হওয়ার দরুন অনেকের কাছেই তার ভাষা বোধগম্য নয়। ভাষা বোধগম্য হলো না তো কি হয়েছে? জনপ্রিয়তায় এতোটুকু খামতি নেই।
শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভা (Yohani D’Silva) -র গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe) -এই এখনো তার জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখেছে। সম্প্রতি ইয়োহানি এই জনপ্রিয়তা লাভের পর ভারতের বিভিন্ন জায়গায় কনসার্টে গান গাইছেন। শুধু কনসার্টে গান গাওয়া নয়, পাশাপাশি বলিউডেও (Bollywood) তার আগমন ঘটেছে। ইতিমধ্যেই তিনি বিগবসের মঞ্চে হাজির হয়েছেন, সেখানে সলমন খানের সঙ্গে গান গেয়েছেন।
এছাড়াও তিনি খুব তাড়াতাড়ি বলিউডের একটি সিনেমায় গান গাইতে চলেছেন বলে জানা যাচ্ছে। সেখানে এই গানের হিন্দি ভার্সন থাকবে বলেও জানা গিয়েছে। তবে এই গানের হিন্দি ভার্সন আসার আগেই অনেকেরই গানটিকে নিজেদের নিজেদের কথা জুড়ে গানের সুর ও তাল বজায় রেখে একই ধরনের গান গেয়েছেন। যেমন রয়েছে বাংলায়, ঠিক তেমনি এবার কাশ্মীরি ভাষায় (Kashmir) এই গানটি গেয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন এক ‘কাশ্মীর কি কলি’ (Kashmir Ki Kali)।
সিংহলি ভাষায় গাওয়া এই গান ‘মানিকে মাগে হিথে’-র কথা বদলে রানী হাজারিকা ‘মায়া ইয়ারা’ নামের এই নতুন গানটি গেয়েছেন। গানের সুর এবং তার একই থাকলেও কথাগুলিকে বদলে দিয়েছেন তিনি। এমনকি কাশ্মীরের পোশাক এবং গয়না পরে ওই রানী হাজারিকা গানটি গাওয়ার সময় নাচও করেছেন।
রানী হাজারিকা (Rani Hazarika) ওই গানের রেকর্ডিং করার ভিডিওটি তার নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে আপলোড করেছেন। সেই ভিডিও আপলোড হওয়ার পরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গানটি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই লক্ষ ভিউ পার করে। এর পাশাপাশি ১০ হাজারের কাছাকাছি মানুষ রানী হাজারিকার গাওয়া সেই গান পছন্দ করেছেন।