নিজস্ব প্রতিবেদন : সমুদ্রের মাঝে থাকা একটি ছোট্ট দেশ থেকে একটি গান এখন কাঁপিয়ে বেড়াচ্ছে বিশ্ব। বুঝতেই পারছেন যে গানের কথা বলা হচ্ছে তা হল ইয়োহানির (Yohani) গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe)। এই গান ভাইরাল হওয়ার পর তা ছড়িয়ে পড়ে ভারত-বাংলাদেশ সহ বিভিন্ন দেশে।
ইতিমধ্যেই এই গান ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় তা গাওয়া হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই গানটি বাংলা, হিন্দি, কাশ্মীরি সহ বিভিন্ন ভাষায় ফেলেছেন গায়ক-গায়িকারা। অনেক ক্ষেত্রে আবার এই গানের সুর ও তালে একই রেখে নিজেদের মনের মত ভাষায় গিয়েছেন অনেক গায়ক গায়িকা। শুধু ভারতের মধ্যে নয়, এর পাশাপাশি বাংলাদেশ এবং ইংরেজি ভাষাতে এই গানটি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন অনেকে।
বিভিন্ন ভাষায় এই গান গাওয়ার পর এবার এই গান পৌঁছে গেল তিব্বতে। সেখানে চার যুবক যুবতী এই গানটিকে তিব্বতি ভাষায় গেয়ে বেশ নজর কেড়েছেন। ওই যুবক যুবতীদের এমন র্যাপটিও অন্যান্য গায়ক-গায়িকাদের মতোই ভাইরাল হয়েছে।
তিব্বতি ভাষায় এই গানটি যে চারজন যুবক যুবতী গেয়েছেন তারা হলেন তেনজিন ডেকইয়ং, তেনজিন পাইক্স, তেনজিন কুলেস্ট, উগেন নরবু। তবে এই যুবক যুবতীদের গাওয়া এই গানটি মূল গানের থেকে কিছুটা হলেও। কারণ এই যুবক যুবতীরা এই গানটি গেয়েছেন র্যাপ স্টাইলে। পাশাপাশি গানটিকে তারা নাচের গানের মতো করে গড়ে তুলেছেন।
ইয়োহানির গাওয়া এই গান ‘মানিকে মাগে হিথে’ নিয়ে চর্চার শেষ নেই। এই গান নিয়ে কখনো সেলিব্রেটিরা রিল ভিডিও তৈরি করছেন, কখনো আবার অন্য কেউ রিমেক তৈরি করছেন। তবে এসবের মাঝেই এই গান এবার তিব্বতে পাড়ি দেওয়ার কারনে নতুন অধ্যায় শুরু করল বলেই মনে করা হচ্ছে।