‘মানিকে মাগে হিথে’-র ইয়োহানি পা রাখলেন বলিউডে, গাইলেন প্রথম হিন্দি গান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্বপ্ন ছিল বিখ্যাত একজন গায়িকা হয়ে ওঠা। আর সেই স্বপ্ন খুব কম সময়ের মধ্যেই পূরণ করতে সক্ষম হয়েছেন শ্রীলঙ্কার ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি ডি’সিলভা। যদিও এই পথটা এতটা সুগম ছিল না। ২০১৯ সাল থেকে ইউটিউবে নিজের গাওয়া গান এবং গানের ভিডিও আপলোড করার পর তার ভাগ্য খুলে ২০২১ সালে। তাকে এক ধাক্কায় জনপ্রিয়তার শিখরে পৌঁছে ‘মানিকে মাগে হিথে’ গান।

Advertisements

এই গানটি চলতি বছর ইউটিউবে আপলোড হওয়ার পর মাসখানেকের মধ্যেই ভারত এবং বাংলাদেশের শ্রোতাদের মন কাড়তে শুরু করে। হু হু করে বাড়তে থাকে এই গানের ভিউ। যখন তিনি এই জনপ্রিয়তার শিখরে সেই সময়ই তিনি পা রাখলেন বলিউডে। ভাইরাল কন্যা ইয়োহানি গাইলেন নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল ট্র্যাক।

Advertisements

নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল ট্র্যাক গাওয়ার পাশাপাশি সেই গানের ভিডিও তিনি আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই সেই গান আপলোড হওয়ার পর ভাইরাল হয়েছে। এই ছবির মাধ্যমে যেমন বলিউডে প্রথম গান গাইলেন ইয়োহানি, ঠিক তেমনি এই ছবির মধ্য দিয়েই বলিউডে পা রাখছেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল।

Advertisements

এই ছবিতে সানি কৌশলের বিপরীতে অভিনয় করছেন ‘ইংলিশ মিডিয়াম’ ছবি-খ্যাত অভিনেত্রী রসিকা মদান। এছাড়াও রয়েছেন ডায়না পেন্টিও। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার এই ভাইরাল গায়িকা ইয়োহানির গাওয়া গানটিকে ব্যবহার করা হবে প্রমোশনের জন্য।

ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’ গানটি ভাইরাল হওয়ার পর যখন তিনি রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন সেইসময় ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউডে হিন্দি গান গাওয়ার। সেই ইচ্ছা এবার পূরণ হলো নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল ট্র্যাক গাওয়ার সঙ্গে সঙ্গে।

ইয়োহানির গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ যেদিন থেকেই ভারতে এবং বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে সেদিন থেকেই সেলিব্রিটিরা সহ সাধারণ শ্রোতারাও এই গানটিকে নিজেদের মতো করে গাওয়ার চেষ্টা করছেন। এই গানে মজতে দেখা গেছে অমিতাভ বচ্চন, শিল্পা শেট্টি সহ অন্যান্য বলিউড তারকাদের।

Advertisements