‘মানি কে মাগে হিথে’র ইয়োহানিকে সামনাসামনি দেখার সুযোগ, আসছেন কলকাতায়

শ্রীলঙ্কার ভাইরালকন্যা ইয়োহানি ইয়োহানি ডি’সিলভাকে এখন সকলেই চেনেন। ‘মানি কে মাগে হিথে’ গেয়ে যিনি রাতারাতি হয়ে ওঠেন জনপ্রিয়। তিনি আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে তে কলকাতায় আসছেন। আর কলকাতা শহরে আসার খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন সকলকে।

ইয়োহানি ডি’সিলভা ১৯৯৩ সালের ৩০শে জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন যোদ্ধা, প্রাক্তন সেনা অফিসার, মেজর জেনারেল প্রসন্ন ডি’সিলভার কন্যা। ইয়োহানির মা দিনীথি ডি’সিলভা যিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের প্রাক্তন এয়ার হোস্টেস।তিনি বিশাখা বিদ্যালয়ের একজন খ্যাতিমান সাঁতারু ও ওয়াটার পোলো খেলোয়াড় হিসাবে পরিচিত ছিলেন। তার সঙ্গীত জীবন শুরু করার আগে তিনি লজিস্টিক ম্যানেজমেন্ট ও প্রফেশনাল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন।

আর বর্তমানে ইয়োহানি এক পরিচিত নাম। তিনি একজন শ্রীলঙ্কান গায়িকা, গীতিকার, র‍্যাপার, সঙ্গীত প্রযোজক ও ব্যবসায়ী। যদিও তার সঙ্গীত জীবনের শুরুটা ইউটিউবের হাত ধরেই হয়। তারপর তিনি তার ‘দেবিয়াঙ্গে বারে’-এর র‍্যাপ কভারের জন্য স্বীকৃতি লাভ করেন এবং তার গাওয়া ও র‍্যাপিং এর একাধিক কভার প্রকাশ করেন। যার জন্য তাকে শ্রীলঙ্কার “র‍্যাপ প্রিন্সেস” উপাধিতে ভূষিত করা হয়।

তার গাওয়া মানিকে মাগে হিথে গানটির মাধ্যমে অল্প সময়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আর তারপর তিনি শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশে সকলের পছন্দের তালিকায় চলে আসেন।

এবার সেই বহু চর্চিত ইয়োহানি আছে কলকাতায়। তিনি তার ইনস্টাগ্রাম পেজে ইংরিজি অক্ষরে বাংলা উচ্চারণে লিখলেন, “কেমন আছো কলকাতা! আমি আসছি!” তারই সঙ্গে আসার দিনও ঘোষণা করে দেন তিনি। আগামী ১৪ই ফেব্রুয়ারি কলকাতায় আসতে চলেছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায় নি। তবে এই খবরে মেতে উঠেছে কলকাতার মানুষ।