নিজস্ব প্রতিবেদন : ‘আসি যাই, মাইনে পাই’ এই দিন এবার শেষ হতে চলেছে। কাজ না করলে মিলবে না টাকা। এতদিন পর্যন্ত এইরকম নিয়ম বেসরকারি কর্মচারীদের জন্য চালু থাকলেও এবার এমন নিয়ম চালু হতে চলেছে সরকারি কর্মচারীদের (Government Employees) জন্যও। বিষয়টি অবাক লাগলেও সত্যিই ভারতের একটি রাজ্য এমন নিয়ম এনে নজির তৈরি করতে চলেছে।
ভারতের এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলা রাজ্যটির তরফ থেকে No Work, No Pay চালু করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এই নিয়ম জারি হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। কারণ কাজে গাফিলতি অর্থাৎ অফিসে না আসা, এলেও সঠিক সময়ে না আসা ইত্যাদি নানান অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের ক্ষেত্রে লাগাম টানার জন্য এবার এমন নিয়ম জারি করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভারতের যে রাজ্যটি এমন নজিরবিহীন নিয়ম লাগু করার জন্য উদ্যোগ নিচ্ছে ওই রাজ্যটি হল মণিপুর (Manipur)। এই রাজ্য গত কয়েক মাস ধরে অশান্ত থাকার কারণে বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হয়েছিল। ধাপে ধাপে সেই কার্ফু তুলে নেওয়া হচ্ছে শান্তি ফেরানোর জন্য। তবে এই সুযোগকেই নাকি কাজে লাগিয়ে বহু সরকারি কর্মচারী অফিসে আসতে চাইছেন না বলে অভিযোগ।
এসবের পরিপ্রেক্ষিতেই মণিপুর রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এমন নিয়ম জারি করার। যাতে করে যে সকল সরকারি কর্মচারীরা যতদিন অফিসে আসবেন ততদিনের বেতন পাবেন আর যতদিন আসবেন না তত দিনের বেতন কাটা হবে। দেখা যাচ্ছে মঙ্গলবাড়ী এই ধরনের নির্দেশিকা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের তরফ থেকে একটি সার্কুলার জারি করে জানানো হয়েছে, গত ১২ জুন মুখ্যমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা কোনো রকম অনুমতি না নিয়ে ছুটি নিচ্ছেন অর্থাৎ অফিসে আসছেন না তাদের উপর নো ওয়ার্ক, নো পে জারি করা হবে। যদিও মনিপুরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইতেও শুরু করেছে।