নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দিল্লিতে ইডি হেফাজতে। দাপুটে এই নেতা দিল্লিতে ইডি হেফাজতে থাকার পাশাপাশি তার ঘনিষ্ঠদের তলব করা হচ্ছে তদন্তের জন্য। ঘনিষ্ঠদের মধ্যে তলব পেয়ে হাজিরা দিতে গেলে গ্রেপ্তার হন তার হিসাব রক্ষক মণীশ কোঠারি (Manish Kothari)।
মণীশ কোঠারি গ্রেপ্তার হওয়ার পর তাকে ঘিরে নানান সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বোলপুর এবং সংলগ্ন এলাকায় তার ১৫ কোটি টাকার জমিজমার খোঁজ মিলেছে। তবে এসবের মাঝেই আবার নতুন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে আর সেই তথ্য নাড়িয়ে দেওয়ার মতো। যেখানে জানা যাচ্ছে মণীশ কোঠারিও বাধ্য হয়েছিলেন নিজের কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি সুকন্যার নামে লিখে দিতে।
ইডি সূত্রে জানা যাচ্ছে, জেরার মুখে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি দাবি করেছেন, অনুব্রত মণ্ডলের চাপেই নাকি তিনি তার ১৫ কোটি টাকার কোম্পানি জলের দামে সুকন্যা মন্ডলের নামে লিখে দিতে বাধ্য হয়েছিলেন। কোন কোম্পানি মণীশ কোঠারি সুকন্যা মন্ডলের নামে লিখে দিয়েছিলেন?
জানা যাচ্ছে, এএনএম অ্যাগ্রোটেক ফুডস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ছিল মণীশ কোঠারির। এই কোম্পানিতে মোট ১৭ জন শেয়ার ছিলেন। যে কোম্পানি এবং বিভিন্ন সম্পত্তি মিলে বাজারদর ছিল ১৫ কোটি টাকা। কিন্তু সেই কোম্পানি বিক্রি করা হয়েছিল মাত্র ৩ কোটি ৬০ লক্ষ টাকায়।
সূত্র জানা যাচ্ছে মণীশ কোঠারি ইডি আধিকারিকদের জানিয়েছেন, ২০১৭ সালের ২৫ আগস্ট ১৭ জন শেয়ার হোল্ডার তাদের ওই কোম্পানি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে হস্তান্তর করেন। একইভাবে আরও একটি কোম্পানি নীর ডেভলপার প্রাইভেড লিমিটেডের ডিরেক্টর করা হয় সুকন্যা মণ্ডলকে ২০১৯ সালের ১৪ অক্টোবর। এই কোম্পানির অংশীদারিত্ব হিসাবে ২০১৮ সালের ২৪ নভেম্বর থেকে ছিলেন বিদ্যুৎ বরণ গায়েন। এ সকল তথ্য যাচাই করছেন ইডি আধিকারিকরা বলে জানা গিয়েছে।