Puri to howrah trains: দুর্ঘটনার জেরে পুরিতে আটকে! ফেরার উপায় দেখাচ্ছে এই সকল ট্রেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

There are many alternative ways to return from Puri to Howrah: সম্প্রতি করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express) এর দুর্ঘটনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু যাত্রীর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে সমস্ত যাত্রীরা করমন্ডল এক্সপ্রেস এ ছিলেন তারা তো বীভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরদিকে যারা অন্যান্য ট্রেনে যাত্রা করছিলেন উড়িষ্যার রেলপথ হয়ে তারাও পরোক্ষভাবে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন। তার কারণ শুক্রবার এরপর থেকে বহু ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে বহু যাত্রী মাঝপথে আটকে পড়ে কপালে হাত দিয়ে ভাবছেন কিভাবে পৌছবেন তাদের গন্তব্যস্থলে? জানতে চান পুরী থেকে হাওড়া ট্রেনের (Puri to Howrah trains) সময়?

Advertisements

যেহেতু দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যেবেলা, তাই সেদিনের পর থেকে কটক, ভুবনেশ্বর, পুরীগামী সমস্ত ট্রেনই প্রায় বাতিল। এর ফলে বহু যাত্রীরা মাঝপথে ফেঁসে গিয়েছেন। তারা কিভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছবেন? সেটাই আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয়। রইল বেশ কিছু বিকল্প উপায়ের বিস্তারিত তথ্য। পুরী থেকে হাওড়া ট্রেনের (Puri to Howrah trains) বিভিন্ন সময় তালিকা নীচে দেওয়া হল।

Advertisements

১) ১০.০২ মিনিটে ১২০২২ হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া, যা সময়ের থেকে প্রায় ১ ঘণ্টা দেরি। এই এক্সপ্রেসটিই বারবিল স্টেশন হয়ে রবিবারে দুপুর ১.৪০ মিনিটে ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে। হাওড়ায় ৯ টার মধ্যে চলে যাবে এক্সপ্রেসটি। তবে টিকিট কিন্তু সীমিত।

Advertisements

২) ঢেঙ্কানাল থেকে হাওড়া ফেরার রুট আপাতত ট্রেন চলাচল করছে। গত শনিবার সন্ধ্যা ৭.১৮ মিনিটে ১৮৪২৫ পুরী দুর্গ ছেড়েছে ঢেঙ্কানালের উদ্দেশ্যে। এখন অফশ্য মাত্র ৬টি স্লিপারে টিকিট পাওয়া যাবে। এই ট্রেনটিই রবিবার ছাড়বে পুরী থেকে। সময় সন্ধ্যা ৭.১০ মিনিটে।

৩) গত শনিবার রাত ৯.৫৫ তে পুরী থেকে রওনা হয়েছে ১২৮০১ পুরুষোত্তম এক্সপ্রেস, যার গন্তব্যস্থল ভুবনেশ্বর। এটি আবার কটকও যাবে, রাত ১১.৩৫ এ। রবিবার ভোর ৬.২২ এ যাত্রা করবে টাটানগরের দিকে। শোনা গেছে এই ট্রেনে কোন টিকিট এখন পাওয়া যাচ্ছে না।

৪) পুরী আরেকটি ট্রেন ঢেঙ্কানালে ঢুকবে রাত ৮.৩০ টায়, সেটি হল – ১৮৪৫২ তপস্বিনী এক্সপ্রেস। এটিই আবার রবিবার যাবে হাতিয়ায়, রাত ১১টা ৮ এ। রবিবার আবারো এই ট্রেনটি পুরী থেকে ছাড়া হবে আপাতত স্লিপারে ছয়টি টিকিট রয়েছে।

৫) রবিবার ১২৮৭২ ইস্পাত এক্সপ্রেস সম্বলপুর থেকে হাওড়া
যাবে ভোর ৫.১৫ এ। এটি তিতলাগড় স্টেশন হয়ে বেড়োবে।
সন্ধ্যা ৬.১৫ মিনিটে যাবে হাওড়ায়। আপাতত ট্রেনের টিকিট
আছে।

৬) ২০৮৩২ মহিমা গোসাই এক্সপ্রেস রবিবার পৌঁছবে ঢেঙ্কানালে। এটি সম্বলপুর যাবে ৭.১০ এ। এটিই আবার শালিমার যাবে সোমবার সকালে। এই ট্রেনেও টিকিট আছে।

৭) সম্বলপুর যাবে এমন একটি ট্রেন হল – ১৮৪২৫ পুরী দুর্গ এক্সপ্রেস। এই পুরী থেকে হাওড়া ট্রেনের (Puri to Howrah train) সময়টি রবিবার সন্ধ্যা ৭.১০।

Advertisements