নিজস্ব প্রতিবেদন : তীব্র তাপপ্রবাহে যখন জ্বলে পুড়ে ছারখার হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা, যখন দক্ষিণবঙ্গের বাসিন্দারা এমন পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজছেন, সেই সময় এতোটুকু খুশির খবর দিতে পারল না হাওয়া অফিস। বরং হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস (Summer Weather Update) দেওয়া হয়েছে তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা যা ছিল তা আগামী দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা ৪০° ছুঁয়ে যাবে। আবার ৫ জেলার তাপমাত্রা সবকিছুকে টপকে পৌঁছে যাবে ৪৩ ডিগ্রিতে। এমন পরিস্থিতি চলতি সপ্তাহেই দেখতে পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
বুধবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে শেষ আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী, মুর্শিদাবাদে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি, বীরভূমে ছিল ৪০ ডিগ্রী, পশ্চিম বর্ধমানে ছিল ৪১ ডিগ্রি, পুরুলিয়ায় ছিল ৪০ ডিগ্রি, বাঁকুড়ায় ছিল ৪১ ডিগ্রি, পূর্ব বর্ধমানে ৪০ ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরে ছিল ৪১°, ঝাড়গ্রামে ছিল ৪১°, পূর্ব মেদিনীপুরে ছিল ৩৬ ডিগ্রি, উত্তর ২৪ পরগনায় স্থান বিশেষে ৩৮ থেকে ৪০°, কলকাতায় ছিল ৪০ ডিগ্রী, হাওড়া ৩৯ ডিগ্রি, হুগলি ৩৯°, নদিয়ায় ছিল ৪০ ডিগ্রী।
আরও পড়ুন ? Heat Stroke Prevention: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, শরীর সতেজ রাখতে পান করুন এই ৫ পানীয়
হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে আপডেট দেওয়া হয়েছে তাতে চলতি সপ্তাহে এইরকম গরম থেকে মুক্তি পাওয়ার কোন পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম ঝড় বৃষ্টি অথবা কালবৈশাখীর কোনরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এমন পরিস্থিতিতে উত্তরোত্তর তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী ৪৩ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের ৫ জেলার তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের যে ৫ জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রী ছুঁয়ে যেতে পারে সেই সকল জেলাগুলি হল মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর। এছাড়াও ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রাও ৪৩ ডিগ্রী ছুঁয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বীরভূম, পূর্ব বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। পাশাপাশি কলকাতা এবং অন্যান্য জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা ৪০ ডিগ্রীর বেশি থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর এমন দিন দেখা যাবে চলতি সপ্তাহের শনিবারই। শনিবারের পাশাপাশি রবিবারও একই পরিস্থিতি থাকবে বলেই জানানো হয়েছে।