নিশ্চিত ছক্কা আটকে ক্রিকেটপ্রেমীদের মন জিতলেন ময়াঙ্ক

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর আইপিএল প্রতিযোগিতায় দুর্দান্ত ফিল্ডিং লক্ষ্য করা যাচ্ছে খেলোয়াড়দের থেকে। ইতিমধ্যে বেশ কয়েকটি নজরকাড়া ক্যাচ এবং বাউন্ডারি লাইনে ফিল্ডিং লক্ষ্য করা গেছে। আর এই সকল ফিল্ডিংয়ের তালিকায় এবার যুক্ত গত রবিবারের ম্যাচে ময়াঙ্ক-এর ফিল্ডিংও।

রবিবার মুম্বাই-এর সাথে পাঞ্জাবের খেলা অনবদ্য পরিস্থিতি তৈরি করে দেয়। টান টান পরিস্থিতির মধ্যে ম্যাচ দুবার টাই হয়। প্রথম টাই ২০ ওভারে। এরপর তা গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেও আবার টাই। যে কারণে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। দ্বিতীয় সুপার ওভারে মুম্বাইকে পাঞ্জাব ১১ রানে আটকে দেয়। আর এই ১১ রানে আটকে দেওয়ার মূলে রয়েছেন ময়াঙ্ক। কারণ দ্বিতীয় সুপার ওভারের শেষ বলে একটি নিশ্চিত ছক্কাকে আটকে দেন ময়াঙ্ক আগরওয়াল।

https://twitter.com/urmilpatel21/status/1317897646703579137?s=19

দ্বিতীয় সুপার ওভারে ক্রিস জর্ডনের শেষ বলে কায়রন পোলার্ড একটি জোরালো শট হাঁকান। যেটি নিশ্চিত ওভার বাউন্ডারি হওয়ার মুখে ময়াঙ্ক পাখির মতো হাওয়ায় উড়ে সেই ছক্কাকে বাউন্ডারির মধ্যে ফেরাতে সক্ষম হন। আর এই টানটান ম্যাচে ময়াঙ্কের এমন অনবদ্য ফিল্ডিং স্বাভাবিকভাবেই মন জয় করে ক্রিকেটপ্রেমীদের।