বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টিতে ভাসতে পারে এই সকল জেলা

নিজস্ব প্রতিবেদন : দুদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের রেস কাটতে না কাটতে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভাসার সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলা। নিম্নচাপের এই প্রভাবে শুক্রবার থেকেই একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যায়।

চলতি মরশুমে সেই ভাবে বৃষ্টি না হলেও গত দুদিন ধরে নিম্নচাপের প্রভাবে কয়েক দফা বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গ। তবে বৃষ্টি হওয়ার পাশাপাশি বেড়েছে হাঁসফাঁস অবস্থা। রাস্তায় বের হলেই গরমে নাজেহাল অবস্থা হতে হচ্ছে সাধারণ মানুষদের। যে কারণে সাধারণ মানুষেরা যেমন এই হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচার জন্য বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন ঠিক তেমনি আবার চাষী ভাইয়েরা বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন তাদের চাষাবাদের জন্য।

বৃষ্টির সম্ভাবনা নিয়ে আপাতত আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কথা জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপের প্রভাবে আগামী রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার এই নিম্নচাপের জেরে মূলত আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে মূলত দক্ষিণবঙ্গের চারটি জেলায়। দক্ষিণবঙ্গের সেই চারটি জেলা হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। অন্যান্য জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টির দেখা মিলবে বলে মনে করা হচ্ছে। রবিবার উপকূলবর্তী জেলাগুলিতেও প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

চলতি বছর বর্ষায় বৃষ্টির পরিমাণ এতটাই কম যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই খরিফ শস্য চাষ মার খাচ্ছে। এমন পরিস্থিতিতে চাষী ভাইয়েরা নিম্নচাপের বৃষ্টির দিকেই এখন তাকিয়ে।