Aadhaar কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ করার পদ্ধতি ও নিয়ম

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : একজন ভারতীয় নাগরিকের কাছে যত রকমের নথি রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আধার। আধার বর্তমানে সব ক্ষেত্রেই যেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। গত বছর সুপ্রিম কোর্টের রায়ে বেশ কয়েক জায়গায় আধারের বাধ্যতামূলক হওয়ার ক্ষেত্রে ছাড়পত্র মিললেও আধার ছাড়া এখনও কোনরকম সামাজিক প্রকল্পে উপভোক্তারা ভর্তুকির সুযোগ পান না। আর আধারের সাথে মোবাইল নাম্বার যোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ।

আধারের সাথে মোবাইল নাম্বার যোগ থাকলে আধারের বহু কাজ হয়ে যায় সহজ। যেমন, আধার ডাউনলোড, বাড়িতে বসেই ঠিকানা পরিবর্তন, আধার নাম্বার ভুলে গেলে সহজেই বের করা ইত্যাদি। কিন্তু পুরাতন অজস্র গ্রাহকদের আধারে মোবাইল নাম্বার যোগ নেই। তাহলে কিভাবে এর সমাধান করবেন?

আধারের সাথে মোবাইল নাম্বার যোগ করার ক্ষেত্রে অনেকেই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তা মিলে না। কারন UIDAI গ্রাহকদের জন্য এই সুবিধা দিয়ে রাখেনি নিরাপত্তার কারণে। তাই বাড়িতে বসে আধারের সাথে কখনোই মোবাইল নাম্বার যোগ করবে পারবেন না। কিন্তু মাত্র ৫০ টাকার বিনিময়ে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এই কাজ সহজেই করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।

আধারের সাথে মোবাইল নম্বর যুক্ত করার সহজ পদ্ধতি

আধারের সাথে মোবাইল নাম্বার যোগ করার জন্য আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে। যে ফর্মটি আপনি নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার থেকে পেতে পারেন অথবা বাড়িতে বসেও UIDAI এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। ফর্ম ডাউনলোড করার লিঙ্ক – https://uidai.gov.in/images/aadhaar_enrolment_correction_form_version_2.1.pdf

এই ফর্মটি ফিলাপ করে আপনাকে জমা দিতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে।

নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার খুঁজতে দেখুন UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট বা ক্লিক করুন https://appointments.uidai.gov.in/easearch.aspx? লিঙ্কে।

ফর্মটি জমা দেওয়ার সাথে সাথে আপনাকে হাতের আঙুলের ছাপ অথবা রেটিনা স্ক্যান করাতে হবে যাচাইয়ের জন্য।

সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আপনি ওই এনরোলমেন্ট সেন্টার থেকে একটি সংশোধনের আবেদনের স্লিপ পাবেন।

এরপর আধারের সাথে আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে গেলে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে।