A metro station in India whose name changes three times in a day: প্রত্যেকটি মানুষের সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা হওয়া উচিত। আমরা যে দেশে বাস করি কিংবা যে রাজ্যে বাস করি তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়া অত্যন্ত জরুরি। সাধারণ জ্ঞান কিংবা জেনারেল নলেজের প্রশ্ন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনের সর্ব ক্ষেত্রে কাজে লাগে। যেকোনো চাকরির পরীক্ষায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সঠিকভাবে না জানলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। আজকের প্রতিবেদনে এমন একটি বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করা হবে। দেশে এমন একটি স্টেশন (Metro Station in India) রয়েছে যার নাম পরিবর্তন করা হয়েছে একই দিনে তিনবার। আপনারা আদৌ কি তার নাম জানেন?
শুধুমাত্র চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয় জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে সাহায্য করে। দেশ-বিদেশের বহু অজানা তথ্যের সম্ভার পাওয়া যায় এই সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে। এই প্রতিবেদনে তেমনি একটি অজানা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। ভারতীয় রেল সম্পর্কে অনেকেরই ধারণা থাকলেও, কোন স্টেশনের (Metro Station in India) নাম তিনবার পরিবর্তিত হয়েছে সেই বিষয়ে হয়তো সঠিক ধারণা নেই।
ভারতীয় রেল হল দেশবাসীর কাছে লাইফ লাইনের মত। ধনী থেকে দরিদ্র সব ধরনের ব্যক্তিকেই ভারতীয় রেলে যাতায়াত করতে হয়। ট্রেনের জার্নি অনেকেই পছন্দ করেন। সাধারণ মানুষের কাছে এটি যথেষ্ট খরচ সাপেক্ষ এবং সাশ্রয়। আপনি কম সময়ের মধ্যে স্বল্প খরচে পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। দেশের কোটি কোটি মানুষের নিত্যদিন যাতায়াতের একমাত্র মাধ্যম রেল।
আরও পড়ুন ? East West Metro Route: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ! কবে চলবে পুরো রুটে মেট্রো! এলো নতুন আপডেট
ভারতীয় রেলকে অনেকেই প্রধান পরিবহণ হিসেবে ব্যবহার করে থাকেন। তবে আজ কথা হচ্ছে মেট্রো রেলের সম্বন্ধে? ভারতের এক শহরের একটি মেট্রো রেল স্টেশন (Metro Station in India) রয়েছে, যার নাম এক দিনে ৩ বার বদল করা হয়েছে। চলুন দেরি না করে জেনে নিই আসল উত্তরটি কি? একই দিনে ৩ বার ভারতের যে মেট্রো রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে সেটি অবস্থিত রয়েছে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে। আর সেই স্টেশনের নাম হল ‘হুদা সিটি সেন্টার’।
আসলে প্রথমে মেট্রো স্টেশনটির (Metro Station in India) নাম রাখা হয়েছিল ‘গুরুগ্রাম সিটি সেন্টার’। কিন্তু কিছুক্ষণ বাদেই যা পরিবর্তন করে ‘মিলেনিয়াম সিটি সেন্টার’ রাখা হয়। আর অবশেষে শেষ বারের মতো রাত ন’টায় এই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় (Station Name Changed) ‘মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম’। যদিও স্টেশনটির বর্তমান নাম ‘হুদা সিটি সেন্টার’। আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে না পড়লে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি আপনাদের কাছে অজানাই থেকে যাবে।