Today’s Mid Day Meal: আজ স্কুল না গেলেই লস! মিড ডে মিলে থাকছে জিভে জল আনা এইসব খাবার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রবিবার অর্থাৎ ১৪ এপ্রিল ছিল এই বছরের বাংলা নববর্ষের প্রথম দিন। যেদিন আপামর বাঙালিদের নিজেদের মতো হৈ-হুল্লোড় করে কাটাতে দেখা গিয়েছে। আর এই হৈ-হুল্লোড় করে কাটানোর পর কিছু পড়ুয়াদের মধ্যে সোমবার স্কুল না যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ অর্থাৎ সোমবার স্কুল না গেলে কিন্তু বড় লস। কেন আজ রাজ্যের স্কুলে স্কুলে নববর্ষ উপলক্ষে মিড ডে মিলের খাবারের পাতে থাকবে স্পেশাল মেনু (Mid Day Meal Special Menu)।

Advertisements

বাংলা নববর্ষ উপলক্ষে নববর্ষের প্রথম দিন স্কুল ছুটি থাকার কারণে ১৫ এপ্রিল অর্থাৎ সোমবার রাজ্যের তরফ থেকে রাজ্যের স্কুলগুলিকে পড়ুয়াদের মিড ডে মিলের পাতে স্পেশাল কিছু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো সোমবার স্কুলে স্কুলে স্পেশাল মেনু তৈরি করা হয়েছে মিড ডে মিলের (Today’s Mid Day Meal) জন্য।

Advertisements

নববর্ষ উপলক্ষে সোমবার স্পেশাল মিড ডে মিলের মেনুর জন্য আলাদা করে কোন অর্থ শিক্ষা দপ্তরের তরফ থেকে বরাদ্দ করা না হলেও স্কুল কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী নিজেদের সাধ্যমত এই মেনু তৈরি করেছে। আর তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের খাবার তুলে দেওয়া হবে। স্কুলে স্কুলে নববর্ষ উপলক্ষে মিড ডে মিলের স্পেশাল মেনুতে কি কি থাকবে তা নির্ভর করছে পুরোপুরিভাবে স্কুল কর্তৃপক্ষের উপর। তবে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে নববর্ষের এই স্পেশাল মেনুতে সন্তানসম নিজেদের সাধ্যমত খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? 3 Best Travel Spots: সিকিম, দার্জিলিং অতীত! এবার গরমের ছুটিতে মন জুড়িয়ে দেবে এই ৩ জায়গা

বিভিন্ন স্কুল সূত্রে যা জানা গিয়েছে, তাতে সোমবার পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের মেনুতে রেস্তোরাঁ বা হোটেলের মতো খাবার-দাবারের বন্দোবস্ত থাকছে। যেমন সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক সুমন্ত রাহা জানিয়েছেন, “আমরা আজ ভাত, ডাল, পনির, গাজর ইত্যাদি দিয়ে মিক্সড ভেজ, সোয়াবিনের তরকারি, টমেটোর চাটনি, আলু দিয়ে ভালো করে ডিমের কারির ব্যবস্থা করেছি। আর শেষ পাতে পড়ুয়াদের মুখ মিষ্টি করার জন্য রসগোল্লার বন্দোবস্ত করেছি।”

একইভাবে দুর্গাপুরের জেমুদা ভাদুবালা বিদ্যালয়ের মিড ডে মিলের মেনুতে সোমবার থাকছে চিকেন। এছাড়াও তারা আবার চিকেনের পাশাপাশি চিংড়ি, চাটনি, পায়েস ও মিষ্টির বন্দোবস্ত করেছেন বলে জানিয়েছেন। আজ যত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আয়োজিত মিড ডে মিলের স্পেশাল মেনুতে ভুরিভোজ চলবে রাজ্যজুড়ে।

Advertisements