Swasthya Sathi: ভিন রাজ্যের যেকোনো হাসপাতালে মিলবে স্বাস্থ্য সাথী পরিষেবা, তবে সবার জন্য নয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi)। প্রথমদিকে এই প্রকল্প কিছু সীমিত সংখ্যক মানুষদের জন্য থাকলেও একুশের বিধানসভা নির্বাচনের আগে তা সর্বজনীন করে দেওয়া হয়। এবার এই প্রকল্পের সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হলো।

Advertisements

স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দারা ৫ লক্ষ টাকার সুবিধা পেয়ে থাকেন চিকিৎসার জন্য। তবে রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র রাজ্যের হাসপাতালগুলিতেই পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাইরে হাতে গোনা এক বা দুটি হাসপাতালে এতদিন এই প্রকল্পের সুবিধা মিলতো। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যে ঘোষণা করা হলো তাতে দেশের যেকোনো হাসপাতালেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে সবাই এই সুবিধা পাবেন না।

Advertisements

দেশের যেকোনো হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়ার বিষয়টিকে মাথায় রেখেই তাদের জন্য এমন ঘোষণা করা হলো বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবার এমন সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisements

আরও পড়ুন ? Sanaka Hospital: ক্যানসার রোগীদের স্বস্তি! এবার হাতের কাছের এই হাসপাতালে মিলবে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এবার পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হলো। তবে এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্ত করার জন্য তাদের আবশ্যিকভাবে কর্মসাথী পোর্টালে নাম থাকতে হবে। ওই পোর্টালে নাম থাকা পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়েও গুরুতর চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিকদের জন্য এমন সুবিধা প্রদান নিঃসন্দেহে তাদের চিকিৎসা নিয়ে চিন্তা দূর করবে।

পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যান। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সকল পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় তাদের রাজ্যে ফিরে আসা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এরই পরিপ্রেক্ষিতে ঐ সকল পরিযায়ী শ্রমিকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ওই সকল পরিযায়ী শ্রমিকরা কর্মস্থলে থেকেই চিকিৎসা করিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

Advertisements