Sanaka Hospital: ক্যানসার রোগীদের স্বস্তি! এবার হাতের কাছের এই হাসপাতালে মিলবে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা

Sri Ramakrishna Institute of Science and Sanaka Hospital to provide health care services: ক্যান্সারের মতো দূরারোগ্য রোগের চিকিৎসা করা খুবই কষ্টসাধ্য। তার ওপরে যদি পাওয়া যায় স্বাস্থ্যসাথীর সুবিধা তাহলে তো আর কথাই নেই। বিশাল খরচ অনেকটাই লাঘব হয়ে যাবে এই সুবিধা পেলে। কিন্তু কোথায় (Sanaka Hospital) পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথীর সুবিধা? ক্যান্সার রোগীদের আর কষ্ট করে মুম্বাই যেতে হবে না তারা চিকিৎসা পাবে পশ্চিমবঙ্গেই। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এই সুবিধা মিলবে ক্যান্সার রোগীদের জন্য।

দুর্গাপুরেই সনকা হাসপাতালে (Sanaka Hospital) আছে পৃথক ক্যানসার ইনস্টিটিউট। সেখানেই বিদেশি ও অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ক্যান্সার চিকিৎসা মিলবে এবার। কি কি অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে? পূর্ব ভারতে প্রথম ও দেশে চতুর্থতম ১৮০ স্লাইস ডিজিটাল পিইটি-সিটি মেশিন বসেছে সনকা হাসপাতালে। এটি ক্যানসার চিকিৎসায় অপরিহার্য। পাশাপাশি রয়েছে সার্জিক্যাল, মেডিক্যাল অঙ্কোলজি, পেইন ম্যানেজমেন্ট, পাল্লিয়েটিভ কেয়ার চিকিৎসা। এই ক্যান্সার ইনস্টিটিউট এর উদ্বোধন করেছেন বলি তারকা মহিমা চৌধুরী।

এই ক্যান্সার হাসপাতালে (Sanaka Hospital) রয়েছে ২৫০ টি শয্যা। রোগীদের চিকিৎসার কোনো রকম ত্রুটি রাখা হবে না এখানে। কাঁকসার মলানদিঘিতে অবস্থিত ‘শ্রী রামকৃষ্ণ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড সনকা হাসপাতাল’ এটি ৭৫০ শয্যার সুপারস্পেশালিস্ট হাসপাতাল। সেখানেই ২৫০ শয্যার ক্যানসার ইনস্টিটিউট তৈরি করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রান্তিক মানুষদের ক্যানসার চিকিৎসা।

আরও পড়ুন 👉 Black Sesame: ক্যানসার থেকে ব্লাড প্রেসার, ছুঁতে পারবে না আপনাকে! যদি সেবন করেন এই তিল

সংস্থার (Sanaka Hospital) মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বোনাপার্ট চৌধুরী বলেছেন এই জায়গাতেই পাবেন ক্যানসারের সবধরনের চিকিৎসা। মানুষ যাতে এখানে চিকিৎসা করাতে এসে আর্থিক দুশ্চিন্তায় না পড়ে সেটাই হলো মূল লক্ষ্য। এই ইউনিট তৈরি করা হয় মূল বর্হিবিভাগের পাশেই। দক্ষ ৫০ জন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন নয় ক্যানসার ইউনিটে। ক্যান্সার চিকিৎসক অভিজিৎ দাস জানান, উন্নতমানের ও আধুনিক প্রযুক্তির সাহায্যে সবধরনেরই ক্যানসারের চিকিৎসা পাওয়া যাবে এখানে।

শ্রী রামকৃষ্ণ ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড সনকা হাসপাতালে’র সহ সভাপতি পার্থ পবি বলেছেন, কলকাতার বাইরে প্রথম তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ক্যানসার ইউনিট। গরিব ও মধ্যবিত্তের কথা চিন্তা করেই এই চিকিৎসা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর একমাত্র নো রিফিউজাল হাসপাতাল। স্বাস্থ্যসাথীতে এবার থেকে হবে ক্যানসার চিকিৎসাও তাও বিনামূল্যে। ব্যয়সাপেক্ষ এই চিকিৎসা এখন সাধারণ মানুষের হাতের মুঠোতে।