অবশেষে স্বপ্ন পূরণ, স্টুডিওতে গান রেকর্ডিং করলেন মিলন কুমার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে যারা ভাইরাল হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রানু মন্ডল, ভুবন বাদ্যকর। বাংলার এরা ছাড়াও দেশ-বিদেশের বহু অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতেই ভাইরাল হয়েছেন। এই সকল ভাইরাল তারকাদের মধ্যে এবার নাম লিখিয়েছেন পূর্ব বর্ধমানের মিলন কুমার।

Advertisements

পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা এই মিলন কুমার। তথাকথিত কোন গুরুর কাছে তালিম না নিলেও তার কন্ঠে রয়েছে যাদু। তিনি গান শিখেছেন মূলত তার বাবার থেকেই। তবে একেবারে দুঃস্থ-দরিদ্র পরিবারের একজন সদস্য হওয়ার কারণে তাকে সংসার চালানোর জন্য লোকাল ট্রেনে গান করতে হয়।

Advertisements

এইভাবে লোকাল ট্রেনে গান করার সময় একদিন তার গান ভাইরাল হয় এবং বর্তমানে তার নামডাক ছড়িয়ে পড়েছে চারদিকে। চারদিকে তার নামডাক ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্টুডিও থেকে তার ডাক আসছে গান রেকর্ডিংয়ের জন্য। ইতিমধ্যেই তিনি বীরভূমের গোধূলি বেলা মিউজিক সংস্থার সঙ্গে একটি গান রেকর্ডিং করেছেন। এছাড়াও আরও একটি সংস্থার সঙ্গে গান রেকর্ডিংয়ের চুক্তি হয়েছে তার।

Advertisements

সম্প্রতি মিলন কুমার নতুন যে গানটি রেকর্ডিং করেছেন সেটি হল ‘নতুন কথা নতুন সুর’। ইতিমধ্যেই মিলন কুমারের এই গান রেকর্ডিং হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই গান কবে রিলিজ হবে তা অবশ্যই এখনো জানা যায়নি। ট্রেনে গান করে ভাইরাল হওয়ার পর মিলন কুমার এইভাবে স্টুডিওতে রেকর্ডিং করতে পারার কারণে বেশ খুশি হয়েছেন।

মিলন কুমার একটি বাঁশ ও ত্রিপল দেওয়া বাড়িতে তার বাবা মা দুই সন্তান স্ত্রী এবং দিদিকে নিয়ে বসবাস করেন। অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে তাদের দিন কাটে। এমত অবস্থায় ভাইরাল হওয়ার পর তিনি আশার আলো দেখছেন নিজের স্বপ্ন পূরণ করার।

Advertisements