মেধা তালিকা টপকে চাকরি পাওয়া মন্ত্রী কন্যা অঙ্কিতার রেজাল্ট কিন্তু তাক লাগানো

নিজস্ব প্রতিবেদন : এসএসসি কেলেঙ্কারি নিয়ে গত কয়েকদিন ধরেই চরম চাপে রাজ্য সরকার। এই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একের পর এক মন্ত্রীর। মন্ত্রীদের নাম জড়ানোর পাশাপাশি নাম জড়িয়েছে মন্ত্রী কন্যা অঙ্কিতার।

এসএসসি দুর্নীতি কান্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআই-এর মুখোমুখি হতে বাধ্য হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি শিক্ষা প্রতিমন্ত্রী অধিকারী দফায় দফায় সিবিআই এর মুখোমুখি হতে বাধ্য হয়েছেন। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেওয়ার।

এরই ফলে এই দুর্নীতি কাণ্ডে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম জড়িয়ে যাওয়ার পাশাপাশি নাম জড়িয়েছে তার মেয়ে অঙ্কিতা অধিকারীর। তিনি এই দুর্নীতি কাণ্ডে মেধাতালিকা টপকে নিযুক্ত হয়েছিলেন একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে। এরপর এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তার চাকরি যাওয়ার পাশাপাশি ফিরিয়ে দিতে হবে ৪১ মাসের বেতন।

পরেশ অধিকারী হলেন কোচবিহারের মেখলিগঞ্জের পশ্চিম পাড়ার বাসিন্দা। সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে ইন্দিরা গার্লস হাইস্কুলে কর্মরত ছিলেন অঙ্কিতা। এমনকি এই স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। জানা যাচ্ছে অঙ্কিতা অধিকারী ছিলেন একজন মেধাবী ছাত্রী। স্কুল জীবনে সব সময়ই তিনি প্রথম স্থান অধিকার করতেন।

২০০৬ সালে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম বিভাগে। এমনকি মার্কশিটে ছিল স্টার মার্কস। উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগে পাস করেছিলেন তিনি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রেও নজরকাড়া রেজাল্ট করেন। পরবর্তীতে বিএড সম্পূর্ণ করেন। এর পাশাপাশি স্কুলে শিক্ষকতা হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি বেসরকারি বিএলএড বিএড কলেজে পড়িয়েছেন। বর্তমানে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।