Mizoram is the happiest State of India: সুখ বিষয়টি একেবারেই আপেক্ষিক। তাই সুখের প্রকৃত সংজ্ঞা যে কি সে সম্পর্কে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা করা যায় না। তবে মানুষের সুখী হওয়া বলতে বেশ কিছু মাপকাঠিকে নির্দিষ্ট করা হয়। যেমন আর্থিক স্বচ্ছলতা, পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব, চাকরির নিশ্চয়তা, কর্মসংস্থানের সুযোগ ইতালি থাকলেই একজন মানুষ নিজেকে সুখী মনে করতে পারেন।
সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে সবচেয়ে সুখী রাজ্যের (Happiest State of India) নাম। ভাবছেন তো ভারতের সবথেকে সুখী রাজ্যে আসলে কোনটি? আসলে সমীক্ষা অনুসারে দেখা গেছে ভারতের সবথেকে সুখী রাজ্য হলো উত্তর পূর্ব ভারতের মিজোরাম। সবচেয়ে সুখী রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্যই বা কি কি মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল এই সমীক্ষায়? আজ সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। দেখে নিন মিজোরামের সবথেকে সুখী রাজ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় কারণ গুলি কি কি।
১) মিজোরাম ভারতের অন্তর্ভুক্ত দ্বিতীয় রাজ্য যেখানে ১০০ শতাংশ মানুষই সাক্ষর৷ এটি মিজোরামকে সবথেকে সুখী রাজ্য (Happiest State of India) হিসেবে চিহ্নিত করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ।
২) রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে মিজোরামের মানুষ কোনো কাজকে ছোট ভাবে না। এই রাজ্যের ১৬-১৭ বছরের বাচ্চারাও নিজের জন্য কাজ খুঁজে স্বাবলম্বী হয়ে রোজগার করতে থাকে৷
৩) মিজান আমি ডিভোর্সের সংখ্যা বেশি হলেও এখানে ছেলে মেয়ে সবাই অর্থনৈতিক ভাবে স্বাধীন হওয়ার কারণে অস্বাস্থ্যকর সম্পর্ক থেকে বেরিয়ে এসেও সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর সকলে সুখে থাকেন বলেই এটি ভারতের সবথেকে সুখী রাজ্য (Happiest State of India)।
আরও পড়ুন ? Poor state: জানেন দেশের সবচেয়ে গরিব রাজ্য কোনটি, কোন রাজ্য সবচেয়ে বড়লোক!
৪) Eben ezer Boarding School এর এক শিক্ষিকার বক্তব্য অনুসারে মিজোরামের সবথেকে সুখী রাজ্য হওয়ার পেছনে রয়েছে তার সামাজিক পরিকাঠামো। যা সেখানকার শিশু দের আনন্দের জন্যও দায়ী৷ মিজোরামে জাতিভেদ প্রথা নেই৷ লিঙ্গভেদ প্রথাও নেই। সেখানে সব শিশু সমান অধিকার ও শিক্ষা পায়।
৫) গুরুগ্রামের Management Development institute এর শিক্ষক রাজেশ কে পিলানিয়ার এর সমীক্ষা অনুসারে বলা হয়েছে মিজোরামের খুশির সূচক হলো ছটি বিষয়। সেগুলি হলো পারিবারিক সম্পর্ক, কর্মক্ষেত্রে আনন্দ, সামাজিক সুখ স্বাচ্ছন্দ্য, সমাজসেবা, ধর্ম এবং মিজোরামের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য৷