আর চিন্তা নেই! কেন্দ্রের এই পদক্ষেপে কমে যাবে টমেটোর দাম

নিজস্ব প্রতিবেদন : ভারতের যেকোনো জায়গার বাসিন্দাদেরই খাবারের মেনুতে জায়গা করে নেয় টমেটো (Tomato)। বিভিন্ন ধরনের খাবারে টমেটো দেওয়ার পাশাপাশি স্যালাড ইত্যাদিতেও টমেটো প্রয়োজন হয়। কিন্তু ইদানিংকালে যেভাবে টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে তাতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আমজনতা। দেশের বিভিন্ন জায়গায় দিন দিন বাড়ছে টমেটোর দাম। আর এই পরিস্থিতিতে এবার টমেটোর দামে লাগাম টানতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র সরকার (Central Government)।

সবজির বাজারে টমেটোর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে দেশের বিভিন্ন কোনায় এখন কোথাও ১৫০ টাকা কিলো তো আবার কোথাও ২৫০ টাকা কিলো। স্বাভাবিকভাবেই নিম্নমধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারগুলির কাছে এখন টমেটো সোনার সমান হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতেই সাধারণ মানুষকে স্বস্তি দিতে উদ্যোগ গ্রহণ করল কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ।

কেন্দ্র সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগ জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, তারা যেন কৃষকদের থেকে সরাসরি টমেটো কিনে আনে এবং দেশের যে এলাকায় বর্তমানে টমেটো বিপুল দামে বিক্রি হচ্ছে সেখানে পৌঁছে দেয়। কেন্দ্র সরকারের মতে যোগান বাড়লেই কমে যাবে দাম।

মোটামুটি দেশের প্রতিটি জায়গাতে টমেটো চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই তিন রাজ্য থেকে টমেটোর সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী শুক্রবার থেকেই দিল্লি এনসিআর সহ বিভিন্ন জায়গায় টমেটো বিক্রি শুরু করবে কেন্দ্র সরকার। এমনকি কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই কোন কোন জায়গায় টমেটোর দাম বেশি রয়েছে তার তালিকা তৈরি করা হয়েছে এবং সেই সকল জায়গায় টমেটো পৌঁছে দেওয়া হবে।

দেশের প্রায় সব জায়গাতেই টমেটো চাষ হলেও কিন্তু একই সময় সব জায়গায় চাষ হয় না। যেমন এখন টমেটো আসছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের মত রাজ্য থেকে। আবার দিল্লির আশেপাশে যে সকল জায়গায় টমেটো পাওয়া যাচ্ছে সেগুলি আসছে হিমাচল প্রদেশ এবং কর্ণাটক থেকে। যে কারণে বিভিন্ন জায়গায় দামের এত পার্থক্য রয়েছে আর এই পরিস্থিতির মোকাবেলায় এবার মোক্ষম দাওয়াই দিতে চলেছে কেন্দ্র।