৮০ কোটি ভারতীয়কে বিনামূল্যে রেশন, নয়া ঘোষণা মোদি সরকারের

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা একজন মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে টের পাওয়া যায় করোনাকালে লকডাউন চলাকালীন। করোনাকালে দীর্ঘসময় লকডাউন চলাকালীন মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছিলেন সেই সময় এই রেশন ব্যবস্থায় তাদের অন্নসংস্থানের অন্যতম রসদ হয়ে দাঁড়িয়েছিল।

লকডাউন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রের মোদি সরকার দেশের ৮০ কোটি মানুষের জন্য ঘোষণা করে বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করার। যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়েই দেশের মানুষদের বিনামূল্যে নির্দিষ্ট পরিমান রেশন সামগ্রী সরবরাহ করে কেন্দ্র। এবার এই প্রকল্প নিয়ে নয়া ঘোষণা করতে দেখা গেল মোদি সরকারকে।

দেশজুড়ে অধিকাংশ জায়গাতেই এখন করোনা বিধি-নিষেধ উঠে গিয়েছে। সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ এখন আগের মতোই সচল। তবে এর পরেও দেশের মানুষের কথা মাথায় রেখে মোদি সরকার এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ না করে আরও ৬ মাস চালানোর সিদ্ধান্ত নিল। এই বিষয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাকালে দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রথম ধাপে এই প্রকল্পের মধ্য দিয়ে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২০ সালের এপ্রিল থেকে জুন মাসের জন্য। কিন্তু পরে ধাপে ধাপে এর মেয়াদ বাড়াতে থাকে কেন্দ্র। শেষবার ২০২১ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ছিল কেন্দ্র। তবে বর্তমান পরিস্থিতিতে যখন সবকিছু সচল তখন মনে করা হচ্ছিল এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।

কিন্তু শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্পের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রকল্প চালানো হবে বলে ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার কারণে ৮০ কোটি মানুষ উপকৃত হবেন। দারিদ্রসীমার নিচে বসবাসকারীরা প্রতিমাসে ৫ কেজি খাদ্যশস্য এবং ১ কেজি করে অতিরিক্ত ডাল দেওয়া হবে।