বাড়ি তৈরী নিয়ে চিন্তার দিন শেষ! সেপ্টেম্বরেই সস্তায় হোম লোন দেবে মোদি সরকার

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় প্রতিটি মানুষেরই স্বপ্ন রয়েছে নিজস্ব বাড়ির (House)। মনের মত একটি বাড়ি কে না চেয়ে থাকেন। কিন্তু অর্থের টানাটানির কারণে সবার পক্ষে নিজের পছন্দ মত তো দূরের কথা, বাড়িই তৈরি করাতে পারেন না। তবে এমন টানাটানির সংসারে হাল ফেরাই হোম লোন (Home Loan)। বিভিন্ন ব্যাংক (Bank) এবং আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের চাহিদা মত হোম লোন দিয়ে থাকে।

তবে ব্যাংক অথবা যে কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে হোম লোন পাওয়া গেলেও তাতে সুদের পরিমাণ থাকে যথেষ্ট। যে সুদের টাকা শোধ করতে গিয়েও রীতিমতো হিমশিম খেতে হয় বহু গ্রাহকদেরই। এমনকি বহু ক্ষেত্রেই লোনের টাকা সঠিক সময়ে শোধ করতে না পেরে ব্যাংকের তরফ থেকে নোটিশ সহ অন্যান্য পরিস্থিতির সম্মুখীনও হতে হয়। আর এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে এবার কেন্দ্রের মোদি সরকার (Modi Sarkar) আনছে নতুন ব্যবস্থা।

মোদি সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বাড়ি তৈরি করার জন্য যে ব্যবস্থা আনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে অনেক সস্তায় হোম লোন পাওয়া যাবে। এই নতুন প্রকল্পের জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কেননা সেপ্টেম্বর মাসেই কেন্দ্র সরকারের তরফ থেকে এমন প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গত 15 আগস্ট লাল কেল্লায় ভাষণ দেওয়ার সময় জানিয়েছিলেন।

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি সেপ্টেম্বর মাসেই এই প্রকল্প চালু হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। এর ফলে যে সকল সাধারণ মানুষরা বাড়ি তৈরির পরিকল্পনা করছিলেন, অথচ টাকা পয়সার অভাব রয়েছে তাদের চিন্তা অনেকটাই দূর হতে চলেছে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, যারা নতুন বাড়ি তৈরি করাতে চাইছেন অথবা কিনতে চাইছেন তাদের স্বল্প সুদে এই প্রকল্পের আওতায় লোন দেওয়া হবে।

এই প্রকল্পের আওতায় হোম লোনে কত টাকা সুদ দিতে হবে? সুদের বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোন ঘোষণা করা না হলেও যেখানে সাধারণ সরকারি ব্যাংক থেকে এই ধরনের লোন নিলে কম করে ৯ শতাংশ সুদ দিতে হয়, সেই জায়গায় মোদি সরকারের এই পরিকল্পনায় সুদ দিতে হবে ৬ থেকে ৭ শতাংশ। যদিও সঠিকভাবে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে আরও একটি সূত্রে জানা যাচ্ছে এর থেকেও কম সুদ হতে পারে। তবে যাই হোক না কেন এর ফলে ঋণগ্রহীতাদের লক্ষ লক্ষ টাকা বাঁচবে এবং সুদের চাপ কমবে তা নিয়ে কোন সন্দেহ নেই।