RBI Gold Bond: ধারেকাছে নেই পোস্ট অফিস, ধারেকাছে নেই ব্যাঙ্ক! কেন্দ্রের এই প্রকল্পে দেড় বছরে টাকা ডবল

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you buy RBI Gold Bond, the money will double in one and a half years: সঞ্চিত অর্থ বৃদ্ধি করার আশায় বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন সাধারণ মানুষ। নিশ্চিত রিটার্ন পাওয়ার জন্য ব্যাংক বা পোস্ট অফিসের এফডি বা ওই জাতীয় স্কিম গুলি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু পাশাপাশি আরও একটি স্কিম সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গত কয়েক বছরে এই স্কিমের মাধ্যমে বহু টাকার ব্যবসা করেছে স্বর্ণ ব্যবসায়ীরা। আরবিআই এর গোল্ড স্কিম (RBI Gold Bond)। এই স্কিমে ব্যাংক বা পোস্ট অফিসের এফডির থেকেও বেশি সুদ পাওয়া যায়। বিনিয়োগের সময় শেষ হবার আগেই লাভের টাকা পেয়ে যায় বিনিয়োগকারীরা।

Advertisements

গোল্ড বন্ড (RBI Gold Bond) স্কিমের উপর রিডেম্পশন প্রাইসের ঘোষণা করা হয় আরবিআই এর পক্ষ থেকে। ২০১৭ সালে এই ঘোষণা করেছিল আরবিআই। এক ইউনিট সোনার রিডেম্পশনের জন্য পুরস্কার হিসেবে ধার্য করা হয়েছে ৭১৬৫ টাকা। বিনিয়োগকারীরা হাতে পাবেন ৪২৬৪ টাকা। ২০১৭ সালের ২০ শে নভেম্বরের জন্য এই সুবিধা খোলা ছিল। তখন প্রতি গ্রাম সোনার দাম ছিল ২৯০১ টাকা। অর্থাৎ ৭ বছরে বিনিয়োগকারীরা বিনিয়োগ করা অর্থের ১৪৭ শতাংশ বা প্রায় ২৫ গুন টাকা ফেরত পেয়েছেন।

Advertisements

ইন্ডিয়ান বুলিয়ান এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২৯ এপ্রিল থেকে ৩ রা মে ২০২৪ অব্দি সোনার ইডেম্পশন মূল্য নির্ধারণ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশ অনুযায়ী, কোন বিনিয়োগকারী তার গচ্ছিত সোনা বিক্রি করে লভ্যাংশ জমা করতে পারেন। সোনার বন্ডের রিডেম্পশন মূল্য ঘোষণা হয়ে যাবার পর, এখন যদি কেউ তার সোনার বন্ড বিক্রি করতে চান তবে ২৫ গুন টাকা ফেরত পাবেন। তবে শুধুমাত্র যারা ২০১৭-১৮ অর্থবছরের মধ্যে বিনিয়োগ করেছিলেন তারাই এই সুবিধা পাবেন। কেউ যদি সেই সময় ১ লক্ষ টাকা দিয়ে সোনার বন্ড (RBI Gold Bond) কিনে থাকেন তাহলে এখন সেই বন্ড বিক্রি করে ফেরত পাবেন ২.৪৭ লক্ষ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Post office investment rules: যেকোনো সময় বন্ধ হতে পারে পোস্ট অফিসের এই স্কিম! যদি না করা হয় একটি কাজ

আরবিআই এর পক্ষ থেকে গোল্ড বন্ডের (RBI Gold Bond) ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর সুদ দেওয়া হয়। এই সুদের হার ২.৫% নির্ধারণ করেছে আরবিআই। এই স্কিমে ৪ বছরের লকিং পিরিয়ড সহ একটি রিডেম্পশন ক্লোজও প্রযোজ্য রয়েছে গ্রাহকদের জন্য। বর্তমানে সোনার দাম অনেকটাই বেড়ে গেছে সোনার দাম বৃদ্ধির ক্ষেত্রে এপ্রিল মাসে নজির করেছিল। তবে অক্ষয় তৃতীয়ার কিছুদিন আগেই সোনার দাম প্রায় ৩ হাজার টাকার কাছাকাছি কমে যায়। এতে খানিকটা স্বস্তি মিললেও, আবারো সোনার দাম ৭০ হাজার ছাড়িয়েছে।

৯ ই মে ১০ গ্রাম হলমার্ক সোনার (RBI Gold Bond) দাম ছিল ৬৮ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম খুচরা সোনার দাম ৭২ হাজার ৩৫০ টাকা এবং সোনার বাটের দাম ৭২ হাজার টাকা ছিল। তার ঠিক আগের দিন ৮ই মে হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৬৮ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রামের খুচর সোনার দাম ছিল ৭২ হাজার ৫৫০ টাকা। ১ লা মে থেকে একটু একটু করে সোনার দাম কমতে শুরু করে। ৯ই মে সবচেয়ে কম দাম ছিল এখনো পর্যন্ত। ১০ ই মে থেকে আবারো সোনার দাম আগের অবস্থায় ফিরে গেছে।

Advertisements