চিতাকে গাছে উঠিয়ে বেমালুম বোকা বানালো বাঁদর, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এখন প্রায়সই নানান মজার মজার ভিডিও ভাইরাল হতে দেখি। ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে পশুপাখিদের মজার মজার ভিডিও। ঠিক সেই রকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো সোশ্যাল মিডিয়ার দর্শকরা অবাক।

এমনিতে আমরা সচরাচর যা দেখে থাকি তাতে লক্ষ্য করা যায়, জঙ্গলের সিংহ অথবা বাঘ নিজেদের ক্ষুধা নিবারণের জন্য অন্যান্য নিরীহ বন্যপ্রাণীদের শিকার করে থাকে। তুলনামূলক অনেক বেশি শক্তিশালী এই সকল প্রাণীদের সামনে নিরীহ ওই সকল প্রাণীদের হাত তুলে হার স্বীকার করে নিতে হয়। তবে এর উল্টোপুরাণ দেখা গিয়েছে একটি বাঁদরের ক্ষেত্রে। যেখানে দেখা গিয়েছে ওই বাঁদর একটি চিতাকে রীতিমত বোকা বানিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, গাছের ডালে একটি বাঁদরকে দেখে ওই চিতাবাঘটি। তারপর তাকে শিকার করার জন্য তরতরিয়ে গাছের উপর উঠে যায়। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত ওই বাঁদরটি চিতাটিকে বোকা বানিয়ে যায়। এই ভিডিও দেখে দর্শকদের মধ্যে হাসির রোল পড়েছে।

ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, চিতাটি যখন গাছের মধ্যভাগে রয়েছে সেই সময় বাঁদরটি গাছের ডগায় পৌঁছে গিয়েছে। এখন ওই চিতা যখন তার কাছে যাবার চেষ্টা করছে সেই সময় ওই বাঁদরটি লাফ দিয়ে এক ডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে। আবার যখন চিতাটি অন্য ডালে যাওয়ার চেষ্টা করছে সেই সময় বাঁদরটি এই ডালে চলে আসছে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর চিতাটিকে হাঁপিয়ে উঠতে লক্ষ্য করা যায়।

এমনিতেই বাঁদর বন্যপ্রাণী কুলের মধ্যে অনেক বুদ্ধিমান প্রাণী। যে কারণে তাদের শিকার করা এতটা সহজ হয় না হিংস্র জীব জন্তুদের পক্ষেও। আর এই ভিডিওতে ওই বাঁদর নিজের বুদ্ধিরই প্রমাণ দিয়েছে। আর তা দেখেই হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা সোশ্যাল মিডিয়ার দর্শকদের।