নিজস্ব প্রতিবেদন : বাঁদরের বাঁদরামি, কথায় কথায় আমরা এই দুটি শব্দ ব্যবহার করে থাকি। আর এই বাঁদরের বাঁদরামিতে বিখ্যাত হল মথুরা। সেখানে যেভাবে তারা তাদের বাঁদরামি দেখিয়ে থাকে, তা ভারত সেরা। তবে এবার শেষমেশ এই বাঁদরামির শিকার হলেন খোদ জেলাশাসক।
একটি জেলার ক্ষেত্রে যে জেলাশাসক দন্ডমুণ্ডের কর্তা, যার নির্দেশে জেলার আমূল পরিবর্তন হয়ে যায়, সেই জেলাশাসককেই পাত্তা দিলেন না এই লেজওয়ালা প্রাণীটি। আচমকা তার চশমা নিয়ে চম্পট দেয় একটি বাঁদর। তারপর সেই চশমা উদ্ধার করতে পুলিশ প্রশাসনের কর্তাদের দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তবে সেই দৌড়াদৌড়িতেও কোন লাভ উঠাতে পারেননি তারা।
মথুরায় জেলাশাসকের এইভাবে বাঁদরের চশমা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায়। তবে সেই শোরগোলেও কোনরকম পাত্তা দিতে চায় নি ওই বাঁদরটি। শেষমেষ যখন তার চশমা ফেরত দেওয়ার ইচ্ছে হয় তখনই সে চশমা ফেরত দেয়। এমন মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পর তার সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়।
বাঁদরের এমন চশমা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে মথুরা বৃন্দাবনের পোড়খাওয়া জেলাশাসক নবনীত চাহালের সঙ্গে। আচমকা তার চশমা ছিনিয়ে নিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তিনি অস্বস্তি এবং অসুবিধায় পড়েন। এমন পরিস্থিতিতে প্রশাসনিক কর্তাদের নানান ভাবে তাকে বশে আনার চেষ্টা চালানো হয়। এমনকি চশমা ফেরত পেতে অনুনয়-বিনয় পর্যন্ত করতে দেখা যায়। যদিও এসবের পরেও সহজে মন গলে নি ওই বাঁদরের।
If you had not seen someone more powerful than District Magistrate of a District in India?
Monkey snatches glasses from DM Navneet Chahal in Vrindavan, Mathura.After some pleading,the monkeys returned the glasses. pic.twitter.com/YTERfjh62G— Susanta Nanda (@susantananda3) August 21, 2022
এইভাবে জেলাশাসকের চশমা ছিনিয়ে নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ ধরে প্রশাসনিক কর্তাদের দীর্ঘক্ষণ ধরে চশমা ফেরত পাওয়ার জন্য নানা উপায় খুঁজতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত যখন ওই বাঁদরের চশমা ফেরত দেওয়ার মর্জি হয় তখন সে চশমা ফেরত দেয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়।