অসহ্য গরম থেকে কবে মিলবে মুক্তি! কবে পুরো বাংলায় ঢুকবে বর্ষা!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঝড়-বৃষ্টি সাময়িকভাবে তীব্র গরম থেকে স্বস্তি দিলেও পুরোপুরি স্বস্তি কোনোভাবেই মিলছে না বাংলার বাসিন্দাদের। গত মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া তাও কিছুটা অনুকূল থাকলেও বুধবার থেকে পরিস্থিতি ভয়ঙ্কর হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি তীব্র তাপে নাজেহাল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেকের মধ্যেই একটি প্রশ্ন, কবে পুরোপুরিভাবে বাংলার সব জায়গায় ঢুকবে বর্ষা (Monsoon)? কবে এই অসহ্য পরিস্থিতি থেকে মিলবে মুক্তি?

চলতি বছর জুন মাসের ৭ তারিখ কেরলে বর্ষা ঢুকেছে তা আমরা প্রত্যেকেই জানি। অন্যান্য বছরের তুলনায় এই বছর কেরলে বর্ষা ঢুকতে ৭ থেকে ৮ দিন বেশি সময় নিয়েছে। কেরলে বর্ষা ঢোকার পর তা ধীরে ধীরে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করছে। আর এইভাবে ধীরে ধীরে বর্ষার অগ্রগতি দেশজুড়ে স্বস্তি নামিয়ে আনবে এমনটাই আশা করা হচ্ছে।

বর্ষার আগমন নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, আগামী রবিবার থেকে আগামী বুধবারের মধ্যে পূর্ব ভারতের আরও বেশ কিছু অংশে ভালোভাবে প্রবেশ করে যাবে বর্ষা। কেননা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটে যাবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ১৮ জুন থেকে ২১ জুনের মধ্যে অনুকূল পরিবেশের উপর ভর করে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে। শনিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কোন সম্ভাবনা নেই। রবিবার থেকে আবহাওয়ায় আসবে পরিবর্তন।

রবিবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এলেও শনিবার পর্যন্ত বেশ কিছু জেলায় তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে। এই সকল জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম। তবে উপকূলবর্তী এবং উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। যাইহোক শনিবার পর্যন্ত সার্বিকভাবে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।